মুমিনুল-নাসুম-মেহেদীর বোলিং নৈপুণ্যে গাজী গ্রুপের সহজ লক্ষ্য

প্রকাশিত হয়েছে - 2021-06-13T15:19:11+06:00
আপডেট হয়েছে - 2021-06-13T15:22:37+06:00
সাভারে মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপকে রানের ১৩৯ লক্ষ্য দিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। গাজী গ্রুপের হয়ে বল হাতে দুটি উইকেট নিয়েছেন।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির অধিনায়ক জহুরুল ইসলাম। তবে শুরুতেই উইকেট হারায় সমাজ কল্যাণ। গাজী গ্রুপকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন নাসুম আহমেদ। দলীয় ১০ রানে খেলাঘরের ওপেনার শাহরিয়ার কমলকে সাজঘরে ফেরান নাসুম।
দ্বিতীয় উইকেট পড়তেও বেশি দেরি হয়নি। ১২ রান যোগ করতেই সাজঘরে ফিরেন ১২ রান করা ইমতিয়াজ। অধিনায়ক হিসেবে দলকে চাপ থেকে বের করতে পারেননি জহুরুল ইসলাম অমি। ১৫ বলে ১৩ রান করে মুমিনুলের বলে মুকিদুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন জহুরুল। দ্রুত তিন উইকেট পড়লে খেলাঘরের রান তোলার গতিও কমে যায়।
খেলাঘরের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরতে পারেননি মেহেদী মিরাজও। মুমিনুলের বলে মুকিদুলের হাত ক্যাচ দিয়ে ১৩ বলে ৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেন তিনি। ৪৮ রানে চার উইকেট পড়লে দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন মাসুম খান ও সালমান হোসেন। দুই ব্যাটসম্যান মিলে পঞ্চম উইকেট জুটিতে ২৬ রানের জুটি গড়ে মুকিদুলের বলে আউট হন ১২ রান করা সালমান।
তবে ব্যাট হাত ফিফটি তুলে নেন মাসুম। মাত্র ২৯ বলেই ফিফটি হাঁকান তিনি। তাঁর করা ৩৭ বলে ৫৯ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানের স্কোর দাঁড় করায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। গাজী গ্রুপের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট লাভ করেছেন মুমিনুল।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
খেলাঘর ১৩৮/৮ (ওভার ২০)
মাসুম ৫৯, ফরহাদ ২০
মুমিনুল ২/২৭, মেহেদী ১/১৯