মুশফিককে ‘আটে’ নামানোর কারণ ব্যাখ্যা সাকিবের

প্রকাশিত হয়েছে - 2021-10-20T11:58:53+06:00
আপডেট হয়েছে - 2021-10-20T17:46:20+06:00
ওমানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ অদল-বদল করা হয়েছে। যে কারণে আটে ব্যাট করতে দেখা গেছে মুশফিককে। কী কারণে এমন অদল-বদল তার কারণ জানালেন সাকিব আল হাসান।
[caption id="attachment_176292" align="aligncenter" width="700"]

মুশফিকের ব্যাটিং পজিশন পরিবর্তনে কোন সমস্যা দেখছেন না সাকিব।[/caption]
টি-টোয়েন্টি ফরম্যাটে মুশফিক এখনো পুরোদমে ফর্মে ফিরেননি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের বিপক্ষে নিয়মিত পজিশন চারে নামলেও মন্থর ব্যাটিং করতে দেখা গেছে তাকে। ৩৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন তিনি। যদিও ঐ রক্ষা হয়নি বাংলাদেশের। স্কটিশদের কাছে হারের পর বেশ চটেছিলেন বিসিবি প্রধান।
। পরের ম্যাচের তার প্রতিফলক ঘটেছে। ওমানের বিপক্ষে আট থেকে তিনে আনা হয়েছে শেখ মেহেদীকে। পাঁচে মাহমুদউল্লাহ ব্যাট করলেও এদিন নেমেছেন
। নিচের সারীর ব্যাটাররা ওপরে উঠায় নিচে খেলতে হয়েছে মুশফিককে। সাকিব মনে করেন টি-টোয়েন্টি ফরম্যাটে এসব সাধারণ চর্চাই কেবল।
“পরিস্থিতি অনুযায়ী কোচ-অধিনায়ক যেটা ভালো মনে করেছেন তাদেরকেই পাঠানো হয়েছে। যারা ঐ পরিস্থিতি সামলানোর যোগ্য। একটা সময় ছিল যখন মনে হয়েছে ১৭০-১৮০ রানও করে ফেলতে পারতাম যদি সবার ব্যাটিং ক্লিক করত। সে কারণেই অনেককে পরিবর্তন করে পাঠানো হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়েই থাকে। যখন একটা দল ১০-১১ ওভারে ১-২ উইকেট হারায় তখন ৬-৭ নম্বর ব্যাটসম্যান স্বাভাবিকভাবেই ওপরের দিকে চলে আসে। টি-টোয়েন্টিতে এটা খুবই সাধারণ চর্চা।”
ব্যাটিং পজিশনে বড় অদল-বদল এনেও তেমন একটা পরিবর্তন চোখে পড়েনি। পাঁচে ব্যাট করা নুরুল করেছেন মাত্র ৩ রান। অন্যদিকে চার থেকে আটে ব্যাট করা মুশফিক করেছেন মাত্র ৬ রান। তবে সাকিব মনে করেন দল জিতলে এই ধরণের সিদ্ধান্ত সবাই সমর্থন করে।
“দল সফল হলে এসব সিদ্ধান্তে সবাই প্রশংসা করে, দল হারলে দোষারোপ করে। অনেক সময়ই কোচ-অধিনায়ককে এমন অনেক সিদ্ধান্ত নিতে হয়। সতীর্থরা সবাই সেটাকে সমর্থন দেই।”
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।