মোটা অঙ্কের জরিমানা গুণতে হলো সাইফকে

প্রকাশিত হয়েছে - 2019-11-28T11:34:09+06:00
আপডেট হয়েছে - 2019-11-28T12:45:35+06:00
জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পাওয়াটা সুখকর হলো না সাইফ হাসানের। খেলার আগেই চোটে পড়া থেকে শুরু করে ভিসা জটিলতায় ভারতে আটকে পড়া- সবমিলিয়ে খারাপ সময়ই গেল তার। ভিসা জটিলতায় মোটা অঙ্কের জরিমানাও গুণতে হয়েছে তাকে।

এই বছরের জুনে বিসিবি একাদশের হয়ে খেলতে ভারতে যাওয়ার আগে ভিসা করা হয়েছিল সাইফের। তার সে ভিসার মেয়াদ ছিল ৬ মাস। এই মেয়াদ ছিল ২৪ নভেম্বর পর্যন্ত, যেদিন
ইডেন টেস্ট হেরে যায়। কিন্তু এই বিষয়টি সাইফ বা টিম ম্যানেজমেন্টের কেউই খেয়াল করেনি। পরে সাইফ দেশে ফেরার জন্য রওয়ানা হলে বিমানবন্দর থেকে ফের ফিরতে হয় হোটেলে।





দেশের ফ্লাইট ধরতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে গিয়েছিলেন সাইফ। সেখানে জানানো হয়- তার ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাই তিনি আন্তর্জাতিক ফ্লাইটে চড়তে পারবেন না। বাধ্য হয়ে তখন সাইফকে বাংলাদেশ বিমানের বোর্ডিং থেকে ফিরে আসতে হয় হোটেলে। জটিলতা কাটিয়ে বুধবার (২৭ নভেম্বর) রাতে দেশে ফিরেছেন সাইফ।
তবে সহজে পার পাননি তিনি। মেয়াদোত্তীর্ণ ভিসা সঠিক সময়ে নবায়ন না করার দায়ে এই উদ্বোধনী ব্যাটসম্যানকে ২১ হাজার ৬০০ ভারতীয় রূপি জরিমানা করতে হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৫ হাজার ৭০৪।





জাতীয় দলের হয়ে অভিষেক হওয়ার আগেই বেশ ঝামেলা পোহাতে হলো সাইফকে। ইন্দোরে প্রথম টেস্টের দলে না থাকলেও বদলি ফিল্ডার হিসাবে মাঠে নেমেছিলেন সাইফ। স্লিপে ফিল্ডিং করার সময় চেতেশ্বর পূজারার একটি ক্যাচ নিতে যেয়ে চোট পান কনিষ্ঠ আঙুলে। ক্যাচ ধরতে গিয়ে পাওয়া চোটের কারণে দুটি সেলাইও লাগে। ফলে ইন্দোরে অনুশীলনেও দলের সাথে ছিলেন না।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।