যশ ধুলের রেকর্ডের ম্যাচে শাহরুখ খানের তাণ্ডব

প্রকাশিত হয়েছে - 2022-02-20T19:41:00+06:00
আপডেট হয়েছে - 2022-02-20T19:43:55+06:00
রঞ্জি ট্রফিতে ৩য় ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েছেন ভারতকে এ মাসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানো অধিনায়ক যশ ধুল। একই ম্যাচে আলোচিত ব্যাটার শাহরুখ খান শতক হাঁকিয়েছেন ঝড়ের বেগে।
[caption id="attachment_192510" align="aligncenter" width="800"]

বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন শাহরুখ খান।[/caption]
গোয়াহাটিতে মুখোমুখি হয়েছিল দিল্লী ও তামিলনাড়ু। প্রথমে ব্যাট করতে নামা দিল্লীর হয়ে ওপেনিংয়ে নামেন যশ। সেই ইনিংসে ১১৩ রান আসে তার ব্যাট থেকে। ১০ উইকেট হারিয়ে দিল্লীর সংগ্রহ দাঁড়ায় ৪৫২ রান।
জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ু জড়ো করে ৪৯৪ রান। গত আইপিএলে সোয়া ৫ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে ঠাই পাওয়া শাহরুখ খান এবার একই দলে জায়গা পেয়েছেন ৯ কোটি রুপিতে। আইপিএলে কেন তাকে নিয়ে এত কাড়াকাড়ি, তার প্রমাণ দিলেন লাল বলের ক্রিকেটে।
[caption id="attachment_192511" align="aligncenter" width="687"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ধুলের মত অভিষেকে জোড়া শতকের কীর্তি আছে আর মাত্র দুই ভারতীয়র।[/caption]
২০টি চার ও ১০টি ছক্কায় মাত্র ১৪৮ বলে ১৯৪ রানের ইনিংস খেলেন শাহরুখ। অল্পের জন্য পাননি দ্বিশতকের দেখা। অবশ্য দিল্লী আবারও ব্যাটিংয়ে নামলে শাহরুখের দিকে থাকা প্রদীপের আলো নিজের দিকে টেনে আনেন যশ। নিজের অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১৩ রান করে অপরাজিত থাকেন তিনি। ২২৮ রান জড়ো করে কোনো উইকেটও হারায়নি দিল্লী। ম্যাচ হয় ড্র।
তৃতীয় ভারতীয় হিসেবে জোড়া শতকের কীর্তি গড়ার ম্যাচে যশ অবশ্য ম্যাচস্রা হতে পারেননি। তার রেকর্ড ছাপিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন লাল বলে বাউন্ডারির ঝড় তোলা শাহরুখ।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।