যুবাদের ক্রিকেটে বাংলাদেশের যত হ্যাটট্রিক

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2020-01-22T10:58:36+06:00
আপডেট হয়েছে - 2020-01-22T10:58:36+06:00
চলমান যুব বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন বাংলাদেশের স্পিনার রকিবুল হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার লিগ অনেকটা নিশ্চিত করেছে বাংলাদেশ।

তবে রকিবুলের হ্যাটট্রিক অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক নয়। যুবাদের ক্রিকেটে আগেও দুবার হ্যাটট্রিক দেখেছে বাংলাদেশ। যে দুইজন হ্যাটট্রিক করার কীর্তি গড়েছিলেন, তারা পরবর্তীতে খেলেছেন জাতীয় দলের হয়েও।




যুবাদের ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক আসে পেসার কামরুল ইসলাম রাব্বির হাত ধরে। ২০১০ বিশ্বকাপে
ের বিপক্ষে রাব্বি করেছিলেন হ্যাটট্রিক। রাব্বির সেই হ্যাটট্রিকের পর বিশ্বকাপে বাংলাদেশি যুবাদের দ্বিতীয় হ্যাটট্রিকটাই এল রকিবুলের হাত ধরে।
মাঝখানে আরও একটি হ্যাটট্রিক করেছিলেন জুবায়ের হোসেন লিখন। আলোচিত এই লেগ স্পিনার ২০১৩ সালে
ের যুবাদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।





মঙ্গলবারের (২১ জানুয়ারি) রকিবুলের করা হ্যাটট্রিকটি অনূর্ধ্ব-১৯ পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ১৩তম হ্যাটট্রিক। এছাড়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাটট্রিক করা ৬ষ্ঠ যুবা রকিবুল।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।