রানার জন্মবার্ষিকী আজ

প্রকাশিত হয়েছে - 2019-05-04T14:55:33+06:00
আপডেট হয়েছে - 2019-05-04T16:24:01+06:00
প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানার জন্মবার্ষিকী আজ (শনিবার, ৪ মে)। বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার ১৯৮৪ সালের ৪ মে খুলনায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গন মাতানোর মাঝেই তাকে কেড়ে নেয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা।

২০০০ সালের নভেম্বরে খুলনা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় রানার। সেই যে শুরু, মৃত্যুর আগ পর্যন্ত তা ধারাবাহিক উত্থানে সামনে এগিয়েছে। ২০০৩ সালে ঘরোয়া ক্রিকেট না খেললেও ঐ বছরই
ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এবং দেশের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ওভারে উইকেট শিকারের বিরল রেকর্ড অর্জন করেন।





২০০৪ সালে টেস্টে অভিষিক্ত হওয়ার পরের বছরও ঘরোয়া ক্রিকেট খেলা হয়নি রানার। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন দুর্দান্ত ফর্মে, দলকে এনে দিয়েছিলেন দারুণ দুটি জয়। ক্রমশ দলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছিলেন। বাঁহাতি অফ স্পিনে দলের বোলিং ইউনিটকে আগলে রাখতেন যোগ্য একজন হয়েই।
তবে ২০০৭ সালে এসে থেমে যায় রানার ক্যারিয়ার, এমনকি তার জীবনও।
বিশ্বকাপের বাংলাদেশ দলে সুযোগ পাননি, তবে বিশ্বকাপ দলকে জানিয়েছিলেন বুক ভরা শুভকামনা। ঐ বছরের ১৬ মার্চ নিজ বিভাগ খুলনার ডুমুরিয়ায় বালিয়াখালি ব্রিজে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকেল চালনা করা অবস্থায়। ঐ দুর্ঘটনায় মারা যান আরেক ক্রিকেটার ও রানার বন্ধু সাজ্জাদুল হোসেন সেতুও।





মাত্র ২২ বছর ৩১৬ দিন বয়সে মৃত্যুকে বরণ করে নেওয়া রানা ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণ করা টেস্ট ক্রিকেটার। মৃত্যুর অনেক বছর পরও এই রেকর্ড অক্ষুণ্ণ আছে। তবে কোনো দেশ বা কোনো ক্রিকেটারই যে এই রেকর্ড নতুন করে গড়তে চাইবেন না।
৬টি টেস্টে রানা শিকার করেছিলেন ৫টি উইকেট, ২৫ ওয়ানডেতে ২৩টি। কম যেতেন না ব্যাট হাতেও। দুই ফরম্যাটেই রয়েছে একটি করে অর্ধ-শতক। ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে নিজের ভাণ্ডারে রেখেছিলেন সমৃদ্ধ এক পরিসংখ্যান। জাতীয় দলে খেলার সুবাদে তারকাখ্যাতিও অর্জন করেছিলেন। তবে সবকিছুকে বিদায় জানিয়ে হুট করেই তিনি চলে যান না ফেরার দেশে।
মানজারুল ইসলাম রানার জন্মবার্ষিকী এলে তাই তাকে হারানোর বেদনা মনে করে শোকে কাতর হয়ে পড়ে ক্রিকেট অঙ্গন।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।