রাব্বির শতক ও নাসুমের ৪ উইকেটে টাইগার্সের দাপুটে জয়

প্রকাশিত হয়েছে - 2022-04-24T20:01:30+06:00
আপডেট হয়েছে - 2022-04-24T20:05:38+06:00
ফজলে মাহমুদ রাব্বির শতকের সুবাদে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮৪ রানের ব্যবধানে পরাজিত করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে রূপগঞ্জ সংগ্রহ করে ৩১৪ রান। জবাবে গাজী গ্রুপ অল-আউট হয় ২৩০ রানে।
[caption id="attachment_197896" align="aligncenter" width="800"]

রূপগঞ্জ টাইগার্স ৮৪ রানে জয় পেয়েছে[/caption]
টস হেরে আগে ব্যাট করতে নেমে টাইগার্স। উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করেন জাকির হাসান ও ইমরানউজ্জামান। ৩৫ বলে ২৪ রান করে মাহমুদুল হাসানের বলে আউট হন জাকির। দ্বিতীয় উইকেটে রাব্বির সাথে ৭৫ রানের জুটি গড়েন ইমরান। ইমরানকে শিকার করে এই জুটিও ভাঙেন মাহমুদুল। ৮৩ বলে ৭৩ রান করেন ইমরান।
তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েন রাব্বি ও মার্শাল আইয়ুব। তাদের ১০৯ রানের জুটি ভাঙেন রাব্বি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে। তিনি করেন ১০৮ বলে ১০৪ রান। মার্শাল আউট হন অর্ধশতক হাঁকিয়ে। ৫১ বলে ৫৩ রান করেন তিনি। আরিফুল হক খেলেন টর্নেডো ইনিংস। ১৩ বলে ৪১ আসে তার ব্যাট থেকে। একটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান আরিফুল।
নির্ধারিত ৫০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের পক্ষে দুইটি করে উইকেট নেন মাহমুদুল হাসান ও জয়নুল ইসলাম।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগেই নাসুম আহমেদের শিকার হন প্রান্তিক নওরোজ নাবিল। আরেক ওপেনার মাহমুদুল হাঁকান অর্ধশতক। ডিপিএলে ধারাবাহিকভাবে রান আসছে মাহমুদুলের ব্যাট থেকে। আজ তিনি করেন ৫৫ বলে ৫৯ রান। এছাড়া গাজী গ্রুপের অধিনায়ক আকবর আলিও অর্ধশতক হাঁকান। ৫০ বলে ৫০ রান করেন তিনি।
রান তাড়ার পথে বড় জুটি গড়তে ব্যর্থ হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। ৪৩.৩ ওভারেই ২৩০ রানে অল-আউট হয় দলটি। রূপগঞ্জ টাইগার্সের পক্ষে চারটি উইকেট নেন নাসুম। শরিফউল্লাহ তিনটি এবং ফরহাদ রেজা দুইটি উইকেট শিকার করেন। ফলে ৮৪ রানে জয় পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
৩১৪/৪ (৫০ ওভার)
রাব্বি ১০৪, ইমরান ৫৩, মার্শাল ৫৩, আরিফুল ৪১;
মাহমুদুল ২/৩৮, জয়নুল ২/৭০।
গাজী গ্রুপ ক্রিকেটার্স
২৩০/১০ (৪৩.৩ ওভার)
মাহমুদুল ৫৯, আকবর ৫০, সাঈদ ৩৪, আরাফাত সানি ২৪;
নাসুম ৪/৫৪, শরিফ ৩/৪১, ফরহাদ ২/৩১।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৮৪ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।