রুপায়ন সিটি উত্তরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি

প্রকাশিত হয়েছে - 2019-02-07T18:58:57+06:00
আপডেট হয়েছে - 2019-02-07T21:17:12+06:00
রুপায়ন সিটি উত্তরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন মাশরাফি-বিন-মর্তুজা। আজ রুপায়ন সিটি উত্তরার উত্তরাস্থ অফিসে চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_69315" align="aligncenter" width="1024"]

রুপায়ন সিটি উত্তরার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মাশরাফি[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।আর এই চুক্তি সম্পন্ন হয় মাশরাফির অনুমোদিত এজেন্ট "এন নাইন" দ্বারা। এই চুক্তির মাধ্যমে মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন আরো একটি প্রতিষ্ঠানের সাথে।
চুক্তি সাক্ষর শেষে মাশরাফি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সাথে তিনি জানান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার ক্ষেত্রে নিজের সচেতনতার কথা। তিনি বলেন, "
ঢাকায় এরকম প্রজেক্ট আগে কখনো ভাবা অথবা দেখা যায়নি। আমি সাধারণত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার ক্ষেত্রে অনেক সচেতন থাকি। কারণ এটার (ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া প্রতিষ্ঠানের) ভাল বা মন্দের দায়িত্ব আমার দিকে খানিকটা হলেও আসে। এই প্রজেক্টের ( রুপায়ন সিটি উত্তরার) ক্ষেত্রে আমি সবাইকে আশ্বস্ত করতে পারি। আগে এই প্রজেক্টের ভিডিও দেখেছি, আজ নিজে এই প্রজেক্টের বিশাল উন্নয়ন ও অগ্রগতি দেখলাম।
"
উল্লেখ্য, রুপায়ন সিটি উত্তরা নামে
ের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটির কাজ শুরু করেছে রুপায়ন। এই কমিউনিটি গড়ে উঠবে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের পাশে। এখানে থাকবে আধুনিক এপার্টমেন্ট, ভিলা, পেন্টহাউজ, স্কুল, মসজিদ, কমিউনিটি ক্লাব, কর্ণার শপ, আন্তর্জাতিক মানের শপিং মল, অফিস স্পেস সহ নানা সুযোগ-সুবিধা। অর্থাৎ আধুনিক নগর জীবনের সব ধরণের সুযোগ-সুবিধাই থাকবে এই কমিউনিটিতে।