রুয়েলের '৫' উইকেট, মোহামেডানের দাপুটে জয়

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-06-26T14:17:57+06:00
আপডেট হয়েছে - 2021-06-26T14:38:31+06:00
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগের শেষ রাউন্ডের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৫ রানে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচের ফলাফলে দোলেশ্বর তৃতীয় স্থানে এবং মোহামেডান ষষ্ঠ স্থানে থেকে লিগ সম্পন্ন করল।

'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে মোহামেডান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৩ রান জড়ো করে ঐতিহ্যবাহী দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ২১ বলে তিনি হাঁকান ৩টি চার। এছাড়া ২টি করে চার ছক্কায় ৮ বলে ২৩ রানের অপরাজিত ক্যামিও খেলেন অধিনায়ক শুভাগত হোম। ১৯ বলে ১৮ রান করেন শাকিল হোসেন। দোলেশ্বরের পক্ষে এনামুল হক জুনিয়র শিকার করেন দুটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পর দোলেশ্বর। কার্টেল ওভারের ম্যাচে ১১.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় দলটি। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন মাত্র দুইজন।
এই ম্যাচে তৃতীয় দ্রুততম
ি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলক গড়েন তরুণ পেসার রুয়েল মিয়া। ২.৪ বলে ২১ রানের খরচায় একাই শিকার করেন ৫ উইকেট। ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাবও পেয়েছেন তিনি। এছাড়া মাত্র ১১ রানের খরচায় চারটি উইকেট শিকার করেন ইয়াসির আরাফাত।
১৬ ম্যাচ শেষে ২১ পয়েন্টধারী দোলেশ্বর জিতেছে ৯টি ম্যাচে, হেরেছে ৪টি। সমান সংখ্যক ম্যাচে ৭টি ম্যাচ জিতেছে মোহামেডান, হেরেছে ৮টি ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর
টস : মোহামেডান স্পোর্টিং ক্লাব
মোহামেডান স্পোর্টিং ক্লাব : ১০৩/৫ (১৩ ওভার)
ইমন ২৬, শুভাগত ২৩*
এনামুল জুনিয়র ১৩/২
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ৮১/১০ (১১.৪ ওভার)
ফজলে ১৬, ইমরান ১৫
রুয়েল ২১/৫, ইয়াসিন ১১/৪
ফল : মোহামেডান ২৫ রানে জয়ী (ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে)।