রোহিত নন, কোহলি-ই থাকছেন ভারতের অধিনায়ক

প্রকাশিত হয়েছে - 2021-09-13T18:26:40+06:00
আপডেট হয়েছে - 2021-09-14T00:33:54+06:00
বিরাট কোহলির ওপর চাপ কমাতে সীমিত ওভারের ক্রিকেটে রোহিত শর্মার কাঁধে দায়িত্ব তুলে দিতে চায় বিসিসিআই। এমন গুঞ্জন উড়িয়ে দিল বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানালেন, রোহিতকে নেতৃত্ব দেওয়ার প্রশ্ন এখনো আলোচনায় আসেনি।
[caption id="attachment_170972" align="aligncenter" width="640"]

রোহিতের অধিনায়ক হওয়ার গুঞ্জন উড়িয়ে দিল বিসিসিআই। ছবি: এএফপি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
প্রায় দুই বছর হলো কোহলির ব্যাটে নেই সেঞ্চুরি। ক্যারিয়ারে আগে কখনো এতদিন সেঞ্চুরিবিহীন থাকেননি কোহলি। তাই তার ওপর চাপ কমাতে রোহিতের সাথে নেতৃত্ব ভাগাভাগির গুঞ্জন ওঠেছিল। সকালে এমন খবর প্রকাশ করেছিল ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সূত্র অনুযায়ী তারা দাবি করেন কোহলি নিজেই রোহিতের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছেন।
শুধু তাই নয় টাইমস অব ইন্ডিয়া আরও জানায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সীমিত ওভারের ক্রিকেটের নেতৃত্ব রোহিতের হাতে তুলে দিবেন কোহলি। কারণ কোহলির লক্ষ্য বিশ্ব সেরা ব্যাটসম্যানদের কাতারে থাকা। তবে এমন খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআইয়ের কর্মকর্তা অরুণ ধুমাল। তার বক্তব্য রোহিত নন, বিশ্বকাপের পরও তিন ফরম্যাটের নেতৃত্ব থাকবে কোহলির কাঁধে।
“এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। এ রকম কিছুই ঘটেনি। এগুলি নেহাৎ-ই সংবাদমাধ্যমের তৈরি করা খবর। এই নিয়ে বিসিসিআই-এর মধ্যে কোনও আলোচনাই হয়নি। বিশ্বকাপ পরবর্তী সময়েও তিন ফরম্যাটে অধিনায়ক থাকছেন বিরাট কোহলি।”
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি বেশ সময় ধরেই কোহলির অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করছে বিসিসিআই। বিশেষ করে তার অধীনে এখনো আইসিসির কোন টুর্নামেন্ট জিততে না পারায় কোহলির অধিনায়কত্বে খুশি নন বিসিসিআই। তাই ভাগ্য ফেরাতে তিন ফরম্যাটের জন্য দুইজন অধিনায়ক রাখার পক্ষে বিসিসিআই।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।