লিখনকে ক্যাম্পে চান মাশরাফিও

প্রকাশিত হয়েছে - 2018-05-07T19:09:10+06:00
আপডেট হয়েছে - 2018-05-07T19:36:40+06:00
দেশের ক্রিকেটের হাতেগোনা কয়েকজন লেগ স্পিনার আছেন, তাদের মধ্যে অন্যতম একজন তিনি। দেশের লেগ স্পিনারদের মধ্যে সেরা ভাবা হয় তাকেই। তাকে নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে যাওয়ার কথা ক্রিকেট পাড়ায়। অথচ সেই জুবায়ের হোসেন লিখন জাতীয় দলে নেই অনেক দিন ধরেই। এমনকি ঘরোয়া ক্রিকেটেও দলগুলোর ম্যানেজমেন্টের নিচু মানসিকতায় লিখন দলই পান না।

লেগ স্পিনার না থাকার যে চিরায়ত আক্ষেপ
ের, লিখনের আবির্ভাবের পর অনেকেই দেখেছিলেন তার ইতি। তবে সেই লিখন সময়ের সাথে হারিয়ে যেতে বসেছিলেন। জাতীয় দল থেকে বাদ পড়ার পর অনেকদিন শোনা যায়নি নাম-ডাক।
সম্প্রতি আবারও জাতীয় দলের জন্য আলোচনায় এসেছে তার নাম। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে লিখন জানান তার প্রত্যাবর্তনের জন্য কতটুকু চেষ্টা ছিল- সেই কথা। সেই সাথে তিনি ধন্যবাদ জানান সিনিয়র ক্রিকেটারদের, যারা লিখনকে যুগিয়ে গেছেন সাহস। সেই সিনিয়রদের একজন মাশরাফি বিন মুর্তজাও।
অনুজ লিখনকে মাশরাফিও দেখতে চান দলে। তার মতে, লিখনের উপস্থিতি বাংলাদেশ দলকে এনে দিতে পারে পূর্ণতা ও ভারসাম্য। টেস্টের অভিজ্ঞ এই ক্রিকেটার বেশ কদিন ধরে চালিয়ে যাচ্ছেন কঠোর অনুশীলন, সেটিও জানেন মাশরাফি।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণকে মাশরাফি বলেন,
‘
সব দলেই লেগ স্পিনার আছে। আমাদের একজন লেগ স্পিনার থাকলে দলটা পূর্ণতা পাবে। জুবায়েরের টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। তা ছাড়া দুই মাস ধরে ও অনেক পরিশ্রম করেছে।'
লিখনের পরিশ্রম সম্পর্কে ধারণা আছে মাশরাফিরও। দলে থাকার প্রতি এই লেগ স্পিনারের একাগ্রতা তাই আরও স্পষ্ট। এজন্য লিখনকে অন্তত জাতীয় দলের ক্যাম্পের অনুশীলনে চান মাশরাফি, যা শুরু হবে ১৩ মে থেকে। মাশরাফি বলেন,
'কোচ নিয়ে কাজ করেছে। ফিটনেস বাড়িয়েছে। অনুশীলনে বল করলে আমরা তার অবস্থাটা দেখতে পারব। সে জন্যই চেয়েছি
,
ও যেন অন্তত অনুশীলনে থাকে।
’