লিটন-আফিফেই আস্থা রাসেলের, দুশ্চিন্তা টস নিয়ে

প্রকাশিত হয়েছে - 2020-01-16T21:17:14+06:00
আপডেট হয়েছে - 2020-01-16T21:17:14+06:00
রাজশাহী রয়্যালসের হয়ে বঙ্গবন্ধু বিপিএলে উদ্বোধনী জুটি গড়ছেন লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব। লিটন ওপেনার হিসেবেই পরিচিত। আফিফ সুযোগ পেয়ে দারুণ করছেন। দল ফাইনালে ওঠার পেছনে বড় ভূমিকা এই উদ্বোধনী জুটির।

যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে লিটন বা আফিফের কেউই ভালো করতে পারেননি। ইনিংস বড় করতে পারেননি খুলনা টাইগার্সের বিপক্ষে প্লে-অফের প্রথম ম্যাচেও।




তবে ফাইনালে আবারো খুলনার বিপক্ষে মাঠে নামার আগে রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল লিটন ও আফিফের উপরই রাখছেন আস্থা।
রাসেল বলেন-





'দলে ভালো দুইজন ওপেনিং ব্যাটসম্যান থাকলে তারা প্রথম ছয় ওভারে মজবুত পুঁজি এনে দিতে পারে। আমি মনে করি লিটন ও আফিফ আমাদের দলের জন্য দারুণ ব্যাট করছে। গত ম্যাচে তারা ভালো করতে পারেনি। কিন্তু আমি বলব না তারা ফুরিয়ে গেছে। তারা আমাদের এমন শুরুই এনে দেবে যা আমাদের প্রয়োজন।'
অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচে রাসেলের দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে টস। তবে টস জেতার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন-
'টস বেশ গুরুত্বপূর্ণ। দিন কয়েক আগে (প্রথম কোয়ালিফায়ার) তারা আগে ব্যাট করে স্কোরবোর্ডে বড় সংগ্রহ জড়ো করেছিল। উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেলে আমরা চাপে পড়ে যাই। প্রথমে ব্যাট করলে আমাদের ১৭০ এর বেশি রান করতে হবে। টসের উপর তো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। বাতাসে মুদ্রা ভাসলে আমরা বড়জোর আশা করতে পারি যাতে মুদ্রা নিজেদের পক্ষে মাটিতে পড়ে। দেখা যাক কী হয়।'
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।