লেস্টারে পৌঁছেছে বাংলাদেশ দল

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-05-19T12:41:54+06:00
আপডেট হয়েছে - 2019-05-19T12:47:43+06:00
আয়ারল্যান্ডের সফল ত্রিদেশীয় সিরিজ শেষ করে বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের লেস্টার সিটিতে পৌঁছেছে মুশফিকরা। বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা ও ওপেনার তামিম ইকবাল ইংল্যান্ডে ফিরবেন বুধবার।

স্বপ্নের বিশ্বকাপ খেলতে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ বিশ্বকাপ দলের ১৩ সদস্য। দলের সঙ্গে নেই মাশরাফি ও তামিম। সেটি আগে থেকেই ঠিক করা ছিল। বিশ্বকাপের লম্বা সফরে জন্য আয়ারল্যান্ড সিরিজ শেষে একটি ঐচ্ছিক ছুটির ব্যবস্থা করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।




সেই ছুটি কাটারে দেশে ফিরেছেন মাশরাফি। উইন্ডিজের বিপক্ষে ফাইনাল জিতেই বিমান ধরেন মাশরাফি, তামিম, নাঈম, তাসকিন, ফরহাদ রেজা ও ইয়াসীর আলী। তামিম অবশ্য মাশরাফিদের সঙ্গে দুবাই গিয়েছেন। মাশরাফি ও তামিমকে ছাড়াই বাকি ১৩ সদস্য ইংল্যান্ডের লেস্টার সিটির উদ্দেশে আয়ারল্যান্ড ছেড়েছিল।
বাংলাদেশ সময় ভোর রাতে লেস্টার সিটিতে গিয়ে পৌঁছায় বাংলাদেশ দল। মাশরাফি ইংল্যান্ড যাবেন বুধবার। পরিবারে সঙ্গে ছুটি কাটিয়ে আগামী ২১ মে ইংল্যান্ডে পাড়ি জমাবেন তিনি। তার পরেরদিন আইসিসি অধিনায়কদের নিয়ে একটি আয়োজন করেছে, সেটিতে অংশ নিবেন মাশরাফি। আইসিসির অনুষ্ঠানে অংশ নিয়ে বৃহস্পতিবার কার্ডিফে যাবেন মাশরাফি।





তামিম ইকবাল লন্ডনে ফিরবেন বুধবার। সেখান থেকে কার্ডিফে যাবেন দলের সঙ্গে যোগ দিতে। আপাতত তিনি দুবাইতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। লেস্টারে বাংলাদেশ দল তিনদিন অনুশীলন করবে। অনুশীলন শেষে কার্ডিফের উদ্দেশে রওনা দিবে বাংলাদেশ দল।
আগামী ২৬ ও ২৮ মে
ও
ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের। প্রস্তুতি ম্যাচ শেষে ২৯ মে লন্ডনে ফিরবে বাংলাদেশ দল।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।