শঙ্কামুক্ত লিটন-নাঈম, বিশ্রামে রিয়াদ

প্রকাশিত হয়েছে - 2019-11-26T19:30:37+06:00
আপডেট হয়েছে - 2019-11-26T19:41:57+06:00
ভারত সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ যতদ্রুত সম্ভব ভুলে যেতে চাইবে বাংলাদেশ দল। তবে সফরের ক্ষত হয়ত অন্যদের থেকে একটু বেশিই বয়ে নিয়ে বেড়াতে হবে লিটন-নাঈম-রিয়াদদের। আশার কথা হলো শঙ্কামুক্ত আছেন লিটন দাস ও নাঈম হাসান।

প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলতে নেমে দলের বিপর্যয়ের মধ্যেও কিছুটা সাবলীল ব্যাটিং করতে থাকা লিটন ও নাইম পেয়েছিলেন মাথায় আঘাত। নাইম আউট না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারলেও লিটনকে তৎক্ষণাৎ মাঠ ছাড়তে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে আর তারা নামতেই পারেননি।




নাঈম ও লিটনকে নিয়ে আর শঙ্কা নেই বলেই জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি। তিনি বলেন,
'ওরা মাথায় চোট পাওয়ার পর কলকাতায় স্থানীয় হাসপাতালে স্ক্যান করানো হয় দুজনকে। স্ক্যানের রিপোর্টে কোন রক্তপাত বা খারাপ কিছু পাওয়া যায়নি। বলা যায়, ওদের কনকাশনটা তেমন মারাত্মক নয়।
তিনি আরও জানান,
'নিয়ম অনুযায়ী প্রথম দুই দিন ওদের সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আইসিসির কিছু গাইডলাইন আছে মাথায় চোট পাওয়ার বিষয়ে। আঘাত লাগার দুই দিন পর ওরা স্বাভাবিকরূপে শারীরিকভাবে কাজ শুরু করতে পারে। এখন পর্যন্ত রিপোর্ট দেখে বলতে পারছি যে ওরা শঙ্কামুক্ত। পরবর্তীতে ওরা দেশে ফিরলে আমরা আবার ওদের দেখব।'





অপরদিকে দ্বিতীয় ইনিংসে ৪১ বলে ৩৯ রান নিয়ে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিং চোটে পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তখনই মাঠ ছাড়তে হয় তাকে। অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাপারে আরও সাবধানী বোর্ড। দেবাশীষ বলেন,
'ওর চোটটা হচ্ছে গ্রেড ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি। সে গতকাল স্ক্যান করালেও আমরা এখনও রিপোর্ট হাতে পাইনি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুব অল্প মাত্রার হ্যামস্ট্রিং হলেও আমরা ৭ দিনের বিশ্রাম বেঁধে দেই। বিশ্রাম নেয়ার জন্য, রিহ্যাব করার জন্য।'
পুরোপুরি সুস্থ না হয়ে মাঠে নামলে আবারো চোটে পড়ার শঙ্কা আছে রিয়াদের,
'ফিট না হয়ে খেলায় ফিরলে আবার ইনজুরিতে পরার সম্ভাবনা থাকে। একই ইনজুরি ওই জায়গাতে হলে সারতে সময় নেয়। আমাদের প্রধান কাজ হচ্ছে ওর দ্বিতীয় ইনজুরিটা আটকানো। কারণ একই জায়গায় দ্বিতীয়বার চোট পেলে ফিরতে দিগুন সময় লাগতে পারে। এতে এক মাসের মতো সময় লেগে যায়। আর তৃতীয়বার লাগলে খেলোয়াড়ের ওই মৌসুম মিস করার একটা সম্ভাবনা থাকে।'
আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। টি-টোয়েন্টির এই আসর নিয়ে কয়েকদিন পরই ব্যস্ত হয়ে পড়বে দলগুলো। চিকিৎসকের কথানুযায়ী, রাজশাহী রয়্যালসে ডাক পাওয়া লিটন ও সিলেট থান্ডারে ডাক পাওয়া নাইমের বিপিএল খেলায় কোনো শঙ্কা না থাকলেও ঝুলে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রিয়াদের ভাগ্য।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।