██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শিরোপার দৌঁড়ে থাকা রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো আবাহনী

শিরোপার দৌঁড়ে থাকা রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো আবাহনী

প্রকাশিত হয়েছে - 2022-04-24T18:00:11+06:00

আপডেট হয়েছে - 2022-04-24T18:00:11+06:00

দলীয় নৈপুণ্যে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮১ রানের বড় ব্যবধানে হারিয়ে আবাহনী লিমিটেড। শান্ত-আফিফের অর্ধশতক আগে ব্যাট করে আবাহনী জড়ো করেছিল ২৭৯ রান। জবাবে মোসাদ্দেক-তানভীরের স্পিন বিষে নীল হয়ে ১৯৮ রানে অল-আউট হয় রূপগঞ্জ।
[caption id="attachment_198827" align="aligncenter" width="700"]
শিরোপার দৌঁড়ে থাকা রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো আবাহনী
৮১ রানে জিতেছে আবাহনী[/caption] শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে আবাহনী।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ও নাঈম শেখের ২৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মাশরাফি বিন মুর্তজা। নাঈম আউট হন ২৫ বলে ২২ রান করে। পরের বলেই আউট হন জয়। আল-আমিন হোসেনের শিকার হওয়ার আগে করেন ১১ বলে ৬ রান। ৩০ রানে ২ উইকেট হারায় আবাহনী। তৃতীয় উইকেটে ১২৬ রানের জুটি গড়েন
ধ্রুব ও
। আফিফকে বোল্ড করে এই জুটি ভাঙেন মুক্তার আলি। ৭২ বলে ৬২ রানের ইনিংস খেলেন আফিফ। তার ব্যাট থেকে আসে সাতটি চার ও একটি ছক্কা। শতকের পথে হাঁটতে থাকা শান্তকে থামান
। নিজের বলেই ক্যাচ নেন সাকিব। শান্ত আউট হন ১০১ বলে ১০টি বাউন্ডারিতে ৮৬ রান করেন। এরপর মোসাদ্দেক হোসেন সৈকত ৩৯ বলে ২৮ রান,
১৬ বলে ২৪ রান, সাইফউদ্দিন ২৭ বলে হার না মানা ৩০ রান ও জাকের আলি অনিকের ৮ বলে ১৩ রানের সুবাদের নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রান সংগ্রহ করে আবাহনী। উইকেট হারায় সাতটি। সাকিব নেন তিনটি উইকেট। দুইটি উইকেট পান আল-আমিন। [caption id="attachment_198828" align="aligncenter" width="700"]
শিরোপার দৌঁড়ে থাকা রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো আবাহনী
১২৬ রানের জুটি গড়েন শান্ত ও আফিফ[/caption] লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন সাব্বির রহমান ও রাকিবুল হাসান। তাদের ৪৭ রানের জুটি ভাঙেন তানভীর ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ৯৯ রানেই ছয়টি উইকেট হারিয়ে বসে রূপগঞ্জ। সাব্বির ৪৫ বলে ৩৮ রান, সাকিব ৮ বলে ৩ রান, নাঈম ইসলাম ১৮ বলে ৭ রান, ইরফান শুক্কুর ৪ বলে ১ রান ও মাশরাফি ১০ বলে ৯ রান করেন। সপ্তম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন চিরাগ জনি ও তানবীর হায়দার। চিরাগকে বোল্ড করে এই জুটি ভাঙেন তানভীর। ৫৬ বলে ৪৮ রান করেন চিরাগ। এরপর আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে রূপগঞ্জ। তানবীর ৫০ বলে ৩৬ রান ও মুক্তার আলি ২২ বলে ২২ রান করেন। রূপগঞ্জ অল-আউট হয় ১৯৮ রানে। আবাহনী জয় পায় ৮১ রানের ব্যবধানে। আবাহনীর পক্ষে ১০ ওভারে ৪০ রান খরচায় চারটি উইকেট শিকার করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক। এছাড়া তিনটি উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। [caption id="attachment_198826" align="aligncenter" width="700"]
শিরোপার দৌঁড়ে থাকা রূপগঞ্জকে বড় ব্যবধানে হারালো আবাহনী
ম্যাচসেরা হয়েছেন মোসাদ্দেক[/caption]
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী লিমিটেড
২৭৯/১০ (৫০ ওভার) শান্ত ৮৬, আফিফ ৬২, সাইফউদ্দিন ৩০*, মোসাদ্দেক ২৮, হৃদয় ২৪; সাকিব ৩/৫৩, আল-আমিন ২/৩৭।
লিজেন্ডস অব রূপগঞ্জ
১৯৮/১০ (৪১.৫ ওভার) চিরাগ ৪৮, সাব্বির ৩৮, তানবীর ৩৬, রাকিবুল ২৭; মোসাদ্দেক ৪/৪০, সাইফউদ্দিন ৩/৩৫।
আবাহনী লিমিটেড ৮১ রানে জয়ী।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.