শুরু থেকেই 'চ্যাম্পিয়ন' হওয়ার কথা ভেবেছিলেন রাসেল

প্রকাশিত হয়েছে - 2020-01-17T23:51:05+06:00
আপডেট হয়েছে - 2020-01-18T08:37:26+06:00
আসরের শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে রাজশাহী রয়্যালস। তবুও শুরু থেকেই শিরোপাকে নিশ্চিত ধরে রাখা মুখের কথা নয়। লিগ পর্বে দারুণ করেও প্লে-অফে তো রাজশাহী আরেকটু হলে পা পিছলে ফেলেছিল! খুলনা টাইগার্সের কাছে প্রথম কোয়ালিফায়ারে হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে হার দেখছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

সেই হার থেকে দল জয় ছিনিয়ে নেয় অধিনায়ক আন্দ্রে রাসেলের কল্যাণে। সেই রাসেলই শেষপর্যন্ত শিরোপা জিতেছেন। জিতেছেন ফাইনালের ম্যাচসেরা আর টুর্নামেন্টসেরার পুরস্কারও। চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগিয়ে জানালেন- আসরের শুরু থেকেই তিনি ভেবেছিলেন, তার দল চ্যাম্পিয়ন হতে পারে!




দলের অধিনায়কত্ব পাওয়ার পর পুরো ভিন্ন এক মহাদেশে একটি দল সামলানো মুখের কথা নয়। অথচ রাসেল শুরুতেই ভেবে নিয়েছিলেন- তার হাতেই উঠবে শিরোপা। এমনটি ভেবেছিলেন কি না- সেই প্রশ্নের জবাবে ফাইনাল শেষে ক্যারিবিয়ান ক্রিকেটারের জবাব-
'আমি একজন আত্মবিশ্বাসী অধিনায়ক। টুর্নামেন্টের শুরুটা একটু কঠিন ছিল। সবার সাথে বোঝাপড়া করে নিতে হয়েছে। সবাই ইংরেজি বুঝত না, কথা বলতে অসুবিধা হত। কিন্তু ছেলেরা সত্যিই পেশাদার। আমি আগেও বিপিএলে খেলেছি। আজ খুলনা আমাদের শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। আগে আমাদের দুইবার হারিয়েছিল। আমি দলের সবাইকেই কৃতিত্ব দিতে চাই, এমনকি যে খেলেনি তাকেও। আর সমর্থকদের জন্যই বড় ধন্যবাদটা!'





শুধু সমর্থকদেরই নয়, রাসেল ধন্যবাদের বৃষ্টিতে সিক্ত করেছেন গোটা রাজশাহী রয়্যালস পরিবারকে। তিনি বলেন,
'আমি দলের সবাইকে ধন্যবাদ দিতে চাই। ভালো ও খারাপ সময়ে সবাই একসাথে ছিলাম। আজ প্রথম দশ ওভার সত্যিই চ্যালেঞ্জিং ছিল। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ বল গড়ানোর আগে খেলা শেষ হয়ে যায় না।'
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।