শেখ জামালকে ডিপিএল জিতিয়ে '২৫ লাখ' টাকা পুরস্কার পেলেন সোহান

প্রকাশিত হয়েছে - 2022-05-20T21:45:26+06:00
আপডেট হয়েছে - 2022-05-21T01:03:04+06:00
দেশের অন্যতম সেরা ফিনিশারদের তালিকা করা হলে সেই তালিকায় নুরুল হাসান সোহানের নাম থাকবে ওপরের দিকে। জাতীয় দলে ফিরে অবশ্য খুব একটা প্রমাণ করতে পারেননি নিজেকে। তবে এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছিলেন দারুণ ছন্দে।
[caption id="attachment_199244" align="aligncenter" width="682"]

ডিপিএলের শেষটা রঙিন করে তুলেছিল সোহানের ব্যাটিং।[/caption]
ডিপিএলে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখায় ২৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ছাড়াও দলের প্রত্যেক সদস্যকেই পুরস্কৃত করেছে শেখ জামাল।
আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংকের মত বড় দলগুলোকে পেছনে ফেলে ডিপিএলের এবারের আসরে দাপট দেখিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষপর্যন্ত চ্যাম্পিয়নের হাসি হেসেছে শেখ জামাল। আর তাতে বড় ভূমিকা সোহানের।
[caption id="attachment_199064" align="aligncenter" width="960"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ডিপিএলে দারুণ ছন্দে ছিলেন নুরুল হাসান সোহান, যা দলকে শিরোপা এনে দেয়।[/caption]
ফিনিশারের ভূমিকা পালনে সোহান এবার দেখিয়েছেন অসামান্য নৈপুণ্য। প্রবল চাপের মুখে দলকে একাধিক জয় এনে দিয়েছেন। এমনকি যে ম্যাচ জিতে নিশ্চিত হয়েছিল শেখ জামালের শিরোপা, সেই ম্যাচেও সোহান ছিলেন উজ্জ্বল।
তার এই স্মরণীয় পারফরম্যান্সের কারণে বসুন্ধরা গ্রুপ ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া দলের বাকি সব খেলোয়াড় ৫ লাখ টাকা করে পাবেন। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ক্রীড়াঙ্গনের শীর্ষ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে।

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে নুরুল হাসান সোহানকে ফেরানো হয়েছিল জাতীয় দলে। যদিও বাংলাদেশ দলের হয়ে চোখের পড়ার মত পারফরম্যান্স দেখাতে পারেননি। এতে অনেকেই সোহানকে ঠেলে দিয়েছেন বাতিলের খাতায়। তবে ২৮ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার যে ফুরিয়ে যাননি, সেই প্রমাণই দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে। ২৫ লাখ টাকা পুরস্কার নিশ্চয়ই আরও ভালো করতে অনুপ্রাণিত করবে সোহানকে।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।