██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শেষ ওভারের নাটকীয়তার পর 'সুপার ওভারে' জিতল মোহামেডান

শেষ ওভারের নাটকীয়তার পর 'সুপার ওভারে' জিতল মোহামেডান

প্রকাশিত হয়েছে - 2021-06-16T13:27:37+06:00

আপডেট হয়েছে - 2021-06-16T13:44:34+06:00

সাকিববিহীন নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ বলের নাটকীয়তার পর সুপার ওভারে খেলাঘর সমাজ কল্যাণের বিপক্ষে শুক্কুরের ব্যাটে জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।
 
নিষেধাজ্ঞার কারণে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষেও খেলা হচ্ছে না মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম। সাকিববিহীন ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টির কারণে ম্যাচ কমিয়ে আনা হয় ১০ ওভারে। তবে মোহামেডানের এই ইনিংসে একক লড়াই দেখেছে। ব্যাট হাতে যেখানে অন্য ব্যাটসম্যানরা আসা-যাওয়া করছিলেন তখন একপ্রান্ত থেকে দলকে আগলে রেখেছেন ওপেনার আব্দুল মজিদ। নিয়মিত বিরতিতেই উইকেট হারাচ্ছিল মোহামেডান। ইরফান হোসেন, টিপু সুলতানের বোলিংয়ের সামনে অসহায় ছিলেন ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, শামসুররা। আব্দুল মজিদের ৩০ বলে ৫৭ রানের বদৌলতে ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বল হাতে একাই চারটি উইকেট নিয়েছেন ইরফান হোসেন।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মোহামেডানকে উইকেট এনে দেন তাসকিন। ২৬ রানে দুই উইকেট পড়লে জহুরুল ও মিরাজ মিলে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ভয়ঙ্কর হতে যাওয়া জহুরুলের ঝোড়ো ইনিংস থামান আসিফ হাসান। ১৫ বলে ২৮ রান করে থামে তাঁর ইনিংস। চতুর্থ উইকেট জুটিতে মাসুমের সঙ্গে ২৬ রানের জুটি গড়েন মিরাজ। তবে তাসকিনের বলে ১৬ বলে ১৪ রান করেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। খেলাঘরকে একাই জেতানোর চেষ্টা করেন মাসুম। শেষ ওভারে ৬ রান প্রয়োজন হলে মোহামেডান অধিনায়ক শুভাগত বল তুলে দেন আবু জায়েদ রাহীর হাতে। তবে সেই পাঁচটি সিঙ্গেল নিতে সক্ষম হয় খেলাঘর সমাজ কল্যাণ। ১৭ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন মাসুম। মোহামেডানের হয়ে বল হাতে দুটি উইকেট লাভ করেন তাসকিন আহমেদ এবং একটি করে উইকেট লাভ করেন আসিফ হাসান, শুভগত ও আবু জায়েদ। পরবর্তীতে ম্যাচটি সুপার ওভারে গড়ালে মোহামেডানকে ১৪ রানের লক্ষ্য দেয় খেলাঘর। তাঁদের দেওয়া লক্ষ্যে তাড়া করে ফেলে মোহামেডান। শেষ বলে এক রান প্রয়োজন হলে খালেদের বলে সেটি নিতে সক্ষম হন ইরফান শুক্কুর। সর্বোচ্চ ৮ রান করেন ইরফান শুক্কুর।
সংক্ষিপ্ত স্কোরঃ
মোহামেডান ৮৮/৯ (ওভার ১০) আব্দুল মজিদ ৫৭, শামসুর ৮ ইরফান ৪/৯, টিপু ১/১৬ খেলাঘর ৮৮/৫ (ওভার ১০) মাসুম ৩৩*, জহুরুল ২৮ তাসকিন ২/২২, আবু জায়েদ ১/১৪
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.