শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত হয়েছে - 2021-01-05T19:13:30+06:00
আপডেট হয়েছে - 2021-01-05T19:13:30+06:00
তিন দিনেই দ্বিতীয় ম্যাচটি জিতে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। ১০ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার।

জোহানেসবার্গে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। ১৫৭ রানেই অলআউট হয় তারা। অ্যানরিখ নরকিয়া ৬টি উইকেট শিকার করে গুঁড়িয়ে দেন লঙ্কানদের। ৩টি উইকেট শিকার করেন ভিয়ান মুল্ডার।
জবাবে প্রথম ইনিংসে ১৪৫ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি হাঁকান এলগার। তার ব্যাট থেকে আসে ১২৭ রান। রাসি ফন ডার ডুসেন করেন ৬৭ রান। দক্ষিণ আফ্রিকা পায় ৩০২ রানের সংগ্রহ। শ্রীলঙ্কার পক্ষে বিশ্ব ফার্নান্দো শিকার করেন ৫টি উইকেট।
প্রথম দিনের শুরুতেই শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ২১১ রানে। অধিনায়ক করুণারত্নে একাই লড়াই করেন। সেঞ্চুরি হাঁকান তিনি। ১০৩ রানে লঙ্কান অধিনায়ক আউট হওয়ার পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিডি ৪টি ও লুখো সিপাম্লা শিকার করেন ৩টি উইকেট।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ৬৭ রানের। কোনো উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যান এইডেন মারক্রাম ও এলগার। মারক্রাম ৩৬ ও এলগার ৩১ রানে অপরাজিত থাকেন।
এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক সিরিজ থেকে পূর্ণ ১২০ পয়েন্ট অর্জন করল দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
শ্রীলঙ্কা ১৫৭/১০ (১ম ইনিংস)
কুশল ৬০;
নরকিয়া ৬/৫৬, মুল্ডার ৩/২৫।
দক্ষিণ আফ্রিকা ৩০২/১০ (১ম ইনিংস)
এলগার ১২৭, রাসি ৬৭;
বিশ্ব ৫/১০১।
শ্রীলঙ্কা ২১১/১০ (২য় ইনিংস)
করুণারত্নে ১০৩;
লুঙ্গি ৪/৪৪, সিপাম্লা ৩/৪০।
দক্ষিণ আফ্রিকা ৬৭/০ (লক্ষ্য ৬৭)
মারক্রাম ৩৬*, এলগার ৩১*।
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে ম্যাচ ও ২-০ ব্যবধানে সিরিজ জয়ী।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।