সপ্তম বিপিএলে থাকছে সিলেট সিক্সার্স

প্রকাশিত হয়েছে - 2019-08-25T00:40:58+06:00
আপডেট হয়েছে - 2019-08-25T00:43:23+06:00
ঘরের মাটিতে বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পায় বলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম জনপ্রিয় দলের তকমা পেয়েছে সিলেট সিক্সার্স। তবে বকেয়া অর্থ পরিশোধ করতে দেরি করায় দলটি আসর থেকে বাদ পড়ার শঙ্কায় ছিল।

অবশেষে দলটির আর্থিক জটিলতার অনেকাংশই দূর হয়েছে। ফলে বিপিএলের সপ্তম আসরে সিলেট সিক্সার্সের অংশ নেওয়া নিয়ে শঙ্কার মেঘও কেটেছে। এবারো অন্যতম স্বাগতিক দিল হিসেবে বিপিএলে খেলা হবে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটির।




বিপিএলে অংশ নেওয়ার জন্য যে ফি পরিশোধ করতে হয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, তার প্রায় ৭০ শতাংশ অর্থাৎ ৮০ লাখ টাকা পরিশোধ করেছে সিলেট সিক্সার্স কর্তৃপক্ষ। বকেয়া এ অর্থ পরিশোধ করায় নিশ্চিত হয়েছে আগামী বিপিএলে দলটির অংশগ্রহণ।
শনিবার (২৪ আগস্ট) বিসিবি কার্যালয়ে গিয়েছিলেন সিলেট সিক্সার্সের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তার সাথে ছিলেন দলের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ। ওবায়েদ জানান, বিসিবির সাথে সাক্ষাতে বকেয়া অর্থ নিয়ে জটিলতার সমাধান করা হয়। এছাড়াও টুর্নামেন্ট আয়োজন নিয়ে নিজেদের পরামর্শও বিসিবিকে জানিয়েছে সিলেট সিক্সার্সের ফ্র্যাঞ্চাইজি।





এছাড়া টুর্নামেন্ট আয়োজনের দিনক্ষণ চূড়ান্তভাবে জানাতে বিপিএল কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সিলেট। এবারের আসর ৬ ডিসেম্বর মাঠে গড়ানর কথা রয়েছে। ষষ্ঠ আসরে বেশ কিছু কারণে তারিখ নির্ধারণে ভোগান্তি পোহাতে হয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিলকে।
ওভায়েদ বলেন,
‘আমরা বলেছি, কখন টুর্নামেন্ট হবে সেটি যেন আগ থেকেই জানানো হয়। এখন তো এফটিপি প্রায় সবারই জানা। টুর্নামেন্টে অনেক সময় বিদেশি খেলোয়াড় পেতে সমস্যা হয়। আগ থেকে টুর্নামেন্টের তারিখ জানলে বুঝতে পারব কোন খেলোয়াড় আসতে পারবে, কোন খেলোয়াড় পারবে না।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।