██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সম্ভাবনাময় বিশ্বকাপের প্রথম ম্যাচের সামনে বাংলাদেশ

সম্ভাবনাময় বিশ্বকাপের প্রথম ম্যাচের সামনে বাংলাদেশ

প্রকাশিত হয়েছে - 2019-06-01T21:17:30+06:00

আপডেট হয়েছে - 2019-06-02T00:11:40+06:00

এবারের বিশ্বকাপ যেন বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময়। এ বিশ্বকাপকে ঘিরে স্বপ্নের জাল বুনছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। স্বপ্ন আর সম্ভাবনার বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য প্রস্তুত বাংলাদেশ।
সম্ভাবনাময় বিশ্বকাপের প্রথম ম্যাচের সামনে বাংলাদেশ
রোববার লন্ডনের কেনিংটন ওভালে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ মাঠে সাধারণত সুবিধা পেয়ে থাকেন ব্যাটসম্যানরা। এ ম্যাচেও ব্যাটিং সহায়ক উইকেট থাকার সম্ভাবনা বেশি। এ মাঠে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে
ের বিপক্ষে ৩০৫ রান করেছিল বাংলাদেশ। ঐ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হয়েছে  এ মাঠে। সেখানে প্রথম ইনিংসে ৩১১ রান তুলেছে ইংল্যান্ড। ঐ পিচেই হবে বাংলাদেশ বনাম
ম্যাচ। পরে ব্যাট করা দলের থাকা চাই তিন শতাধিক রান তাড়া করার মানসিকতা।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের সময় পিচে ঘাসের দেখা দেখা মিলেছিল।  সবুজাভ উইকেটে পেসাররা নতুন বলে বেশ ভালোই বাউন্স পাবেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ১০৪ রানে পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের ৩১১ রানের জবাবে ২০৭ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ওপেনার কুইন্টন ডি কক (৭৪ বলে ৬৮ রান) আর র‍্যাসি ফন ডার ডুসেন (৬১ বলে ৫০ রান) ছাড়া সবাই ছিলেন নিস্প্রভ। তার ওপরে আরেকটি ধাক্কা খেয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। ওপেনার হাশিম আমলা ইংল্যান্ডের বিপক্ষে একটি বাউন্সারের আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন। সেই চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অনিশ্চিত তিনি। অনুশীলনে দেখা যায়নি তাকে। তার বদলি হিসেবে খেলতে পারেন ডেভিড মিলার। চোটে জর্জর বাংলাদেশ দলও। বাংলাদেশের বাঁহাতি ওপেনার
পেয়েছেন কব্জিতে চোট। অনুশীলন করতে গিয়ে বাঁহাতের কব্জিতে চোট পান তিনি। তবে এক্স-রে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। প্রোটিয়াদের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনাই বেশি। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে নামবেন মাশরাফি বিন মুর্তাজা। এছাড়া ব্যাক ইনজুরিতে ভুগছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
প্রথম ম্যাচে হারের পর জিততে মরিয়া প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচেও খেলছেন না ডেল স্টেইন। বোলিং আক্রমণে মূল অস্ত্র হিসেবে  দুই পেসার লুঙ্গি এনজিডি আর কাগিসো রাবাদার সাথে রয়েছে ইমরান তাহিরের লেগ স্পিন। তাদের সামলানো চ্যালেঞ্জিং হবে যেকোনো দলের জন্য। প্রথম ম্যাছে শুরুতেই দলকে উইকেট এনে দিয়েছিলেন ইমরান তাহির। এছাড়া নতুন বলে দারুণ বল করে থাকেন লুঙ্গি এনজিডি আর কাগিসো রাবাদা। প্রথম ম্যাচে দুজনকেই দেখা গিয়েছে অফ স্টাম্পের বাইরে বল দিয়ে ব্যাটসম্যানদের প্রলুব্ধ করতে। সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের। প্রথম ম্যাচে ২০৭ রানে অলআউট হওয়ার পর ব্যাটিং নিয়ে  হয়তো কিছুটা দুশ্চিন্তায় থাকবে তারা। বাংলাদেশের পঞ্চপাণ্ডব জ্বলে উঠলে বিশ্বকাপে শুভসূচনা করার কাজটা সহজ হয়ে যাবে। টপ অর্ডারের সবাই রয়েছেন দারুণ ফর্মে।
ের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে মানসিকভাবে বেশ চাঙ্গা বাংলাদেশ দল। এ বিশ্বকাপ নিয়েই সবচেয়ে বেশি স্বপ্ন। প্রত্যাশার চাপে কি বাংলাদেশ ভেঙে পড়বে নাকি সবচেয়ে বেশি সম্ভাবনার বিশ্বকাপটা খেলবে আত্মবিশ্বাস নিয়ে- সেটাই দেখার বিষয়। এছাড়া ফিনিশারের দায়িত্বে থাকা সাব্বির রহমানও নেই ছন্দে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দারুণ ব্যাটিং করে দলের জয় নিশ্চিত করা মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখা যেতে পারে সেই জায়গায়। দলের প্রয়োজনে অফ স্পিনটাও করতে পারবেন মোসাদ্দেক হোসেন।
সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ : তামিম ইকবাল, সৌম্য সরকার,
,
(উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান/মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তাজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা:
কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), র‍্যাসি ফন ডার ডুসেন, জেপি ডুমিনি, আন্দিলে ফেহলুকায়ো, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনজিডি এবং ইমরান তাহির।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.