সম্ভাব্য সেরা দলই খেলবে আফগানদের বিপক্ষে

প্রকাশিত হয়েছে - 2018-05-06T00:01:26+06:00
আপডেট হয়েছে - 2018-05-07T00:02:18+06:00
জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজের পরই ওয়েস্ট ইন্ডিজ সফর। এছাড়া সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে এখন রয়েছে ভারতে। তাই আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমটির চেয়ারম্যান জানিয়েছেন সম্ভাব্য সেরা দলই খেলবে আফগানদের বিপক্ষে।

মাস্টার্স ক্রিকেট কার্নিভাল খেলতে কক্সবাজারে রয়েছেন আকরাম খান। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
সাকিব-মুস্তাফিজ আইপিএল খেললেও দেশের ক্রিকেটটাই তাদের কাছে মুখ্য। বাংলাদেশের খেলাতেই তাদের মূল আগ্রহ বলে মনে করেন আকরাম খান। তিনি বলেন,
"খেলোয়াড়রাও কিন্তু কোনো সময় দেশের খেলা বাদ দিয়ে অন্য কোনো খেলায় আগ্রহী হয় না। এটা খুবই ইতিবাচক দিক। "
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
আকরাম খান জানান তিন ফরম্যাটে সমানভাবে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এখনো বাংলাদেশের উন্নতির অনেক জায়গা রয়েছে। তাই সম্ভাব্য সেরা দলই পাঠানো হবে আফগানিস্তানের মোকাবেলা করতে।
তিনি বলেন,
"আমাদের এখন উন্নতির জায়গা আছে, তাই চেষ্টা করছি তিনটি ফরম্যাটেই ভালো করার। সম্ভাব্য সেরা দলটাই আমরা পাঠাব।"
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। জানানো হয় সিরিজ হবে টি-২০ ফরম্যাটে। নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলতে জুনে ভারত সফর করবে আফগানরা। ভারতের দেরাদুনে তখন বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান। সিরিজের সর্বশেষ খবর জানাতে গিয়ে আকরাম বলেন,
"আমাদের প্রতিনিধিদল গেছে দেরাদুনে। তারা এসে আমাদের রিপোর্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নেব।"
বিসিএল খেলতে গিয়ে বেশ কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছেন। গোড়ালিতে চোট পেয়েছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ। সাথে আছেন তাসকিন আর মিরাজও। তবে নাসিরের না থাকাটা অনেকটা নিশ্চিত। আফগানিস্তান সিরিজে বাকিদের খেলা নিয়ে আশাবাদী আকরাম খান। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই তারা শতভাগ ফিট হয়ে উঠবে বলে আশা করছেন তিনি।