ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে লিচ

প্রকাশিত হয়েছে - 2019-11-30T19:07:32+06:00
আপডেট হয়েছে - 2019-11-30T19:07:32+06:00
চলছে নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ডের মাঝে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ। যেখানে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে হ্যামিল্টনে মুখোমুখি হয়েছে দুই দল। এই ম্যাচের দ্বিতীয় দিন অর্থাৎ আজ (শনিবার) খেলা চলার ফাঁকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইংলিশ ক্রিকেটার জ্যাক লিচ। পরে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

স্বাগতিক কিউইদের বিপক্ষে সাদা পোশাকে একেবারেই সুবিধা করতে পারছে না ইংল্যান্ড। মাউন্ট মঙ্গানুই টেস্ট হারতে হয়েছে ইনিংস আর ৬৫ রানের ব্যবধানে। সেই ম্যাচে ২ উইকেট নিতে ১৫৩ রান খরচ করতে হয়েছিল লিচকে। যার ফলে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে বাদ পড়েন ২৮ বছর বয়সী এই ক্রিকেটার। লিচের পরিবর্তে হ্যামিল্টনের সেডন পার্কে খেলছেন ক্রিস ওকস।




একাদশে জায়গা না পেয়ে দলের সাইড বেঞ্চে বসে সতীর্থদের খেলা উপভোগ করছিলেন লিচ। আজ ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। মূলত ডায়রিয়ার সঙ্গে বমি ও পেটের মারাত্মক পীড়া দেখা দেয় তার। যার ফলে সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয়। ইংল্যান্ডের টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, রাতে হয়তো হাসপাতালেই থাকতে হবে লিচকে।
লিচের সতীর্থ্য ও ইংল্যান্ড জাতীয় দলের পেসার স্টুয়ার্ট ব্রড জানিয়েছেন, ‘
এটা বেশ উদ্বেগজনক খবর যে লিচ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। তবে তাকে দেখাশোনার জন্য আমাদের খুব ভালো একটা মেডিকেল দল রয়েছে।
’





প্রসঙ্গত, ইংল্যান্ডের হয়ে ১০ টেস্টে ৩৪ উইকেটের দেখা পেয়েছেন লিচ। তবে তিনি বিখ্যাত হয়েছেন কিছুদিন আগে শেষ হওয়া অ্যাশেজের হেডিংলি টেস্টে। সেই ম্যাচে ইংল্যান্ডের জয়ে ব্যাট হাতে ১৭ বলের ইনিংসটা দিয়ে ইংলিশদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা পেয়ে গেছেন লিচ। সেসময় প্রতিবার ব্যাটিং প্রান্তে গিয়ে তাঁর চশমার কাচ পরিষ্কারের দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।