সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে জিতল আবাহনী

প্রকাশিত হয়েছে - 2022-04-28T21:28:20+06:00
আপডেট হয়েছে - 2022-04-28T21:28:20+06:00
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাটে-বলে চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। টাইগার্সের আরিফুল হকের দুর্দান্ত ইনিংসকে ছাপিয়ে সাইফউদ্দিন অলরাউন্ড নৈপুণ্যে আবাহনীকে জয় এনে দিয়েছেন।
[caption id="attachment_199214" align="aligncenter" width="700"]

দুর্দান্ত ইনিংস খেলার পথে সাকিবের সঙ্গ পান সাইফউদ্দিন[/caption]
বিকেএসপিতে টস জিতে আগে ব্যাট করতে নামে আবাহনী। রানের খাতা খোলার আগেই নাসুম আহমেদের শিকার
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। নাঈম শেখ বেশ দ্রুতগতিতে ইনিংস শুরু করে বোল্ড হন মহিউদ্দিন তারেকের বলে। ফেরেন ২৬ বলে ৩৯ রান করে।
৪ রান ও রানের খাতা খোলার আগেই মোসাদ্দেক বিদায় নেন। ৬৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে আবাহনী।
চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়ে আবাহনীকে ম্যাচে ফিরিয়ে আনেন
ধ্রুব ও জাকের আলি অনিক। শতকের স্বপ্নও দেখিয়েছিলেন আফিফ, তবে থামেন ৭৮ রানে। ৯১টি বল মোকাবেলা করার পথে আফিফ হাঁকান সাতটি চার ও তিনটি ছক্কা। জাকের ৮০ বলে ৪৮ রানের ইনিংস খেলে বিদায় নেন।
ব্যর্থ হন শামীম পাটোয়ারি। ৮ বলে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলের এই প্রয়োজনের মুহূর্তেই জ্বলে ওঠেন সাইফউদ্দিন। খেলেন কার্যকরী এক ঝড়ো ইনিংস। ৪১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটার। তার উইলো থেকে আসে দুইটি চার ও পাঁচটি ছক্কা। স্ট্রাইকরেট ১৫১.২২। তাকে সঙ্গ দেওয়ার পথে তানজিম হাসান সাকিব করেন ৩৫ বলে ২৬ রান।
[caption id="attachment_198827" align="aligncenter" width="700"]

৬৩ রানে জিতেছে আবাহনী[/caption]
বল করতে নেমে রূপগঞ্জ টাইগার্সকে শুরুতেই চেপে ধরেন সাইফউদ্দিন ও মোসাদ্দেক। ৭৭ রানে চার উইকেট হারায় টাইগার্স। পঞ্চম উইকেটে নাসুম আহমেদকে নিয়ে আরিফুল হকের গড়া ৫৭ রানের জুটিই টাইগার্সের ইনিংসে সবচেয়ে বড় জুটি। আরিফুল হক একাই লড়াই করলেও পাননি কোনো সঙ্গী। ফলে ২১২ রানে অল-আউট হয় টাইগার্স।
টাইগার্সের পক্ষে ৭৩ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আরিফুল। তার ব্যাট থেকে আসে আটটি চার ও ছয়টি ছক্কা। এছাড়া ইমরানউজ্জামান করেন ৩৩ রান। ব্যাটিং ব্যর্থতায় টাইগার্স ম্যাচ হারে ৬৩ রানের ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী লিমিটেড
২৭৫/৯ (৫০ ওভার)
আফিফ ৭৮, সাইফউদ্দিন ৬২*, জাকের ৪৮, নাঈম শেখ ৩৯, সাকিব ২৬;
গাফফার ৩/২৩, তারেক ৩/৫৭, নাসুম ২/৩১।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
২১২/১০ (৪৫.৫ ওভার)
আরিফুল ৯৫, ইমরান ৩৩;
সাইফউদ্দিন ৪/৩৮, মোসাদ্দেক ৩/৩৭;
আবাহনী লিমিটেড ৬৩ রানে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।