সাকিব মাশরাফি উভয়কেই চায় রংপুর রাইডার্স

প্রকাশিত হয়েছে - 2019-08-21T00:29:46+06:00
আপডেট হয়েছে - 2019-08-21T03:05:40+06:00
বড় চমক দিয়েই সাকিব আল হাসানের সাথে আনুষ্ঠানিক চুক্তি-স্বাক্ষর করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তাদের শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে বাদ দিয়ে এবং তাকে অবহিত না করেই সাকিবের সাথে চুক্তিতে যাওয়া রংপুর এখন উভয়কেই দলে চাচ্ছে।





সাকিবের সাথে রংপুরের চুক্তির ব্যাপারে কিছুই জানতো না তার প্রাক্তন দল ঢাকা ডায়নামাইটস। ফ্র্যাঞ্চাইজিটির এই অভিযোগের পর বেশ তোলপাড় বয়ে যায় দেশের ক্রিকেটে। তারপরে রংপুরের জন্য আরও বড় দুসংবাদ দেয় বিপিএল গর্ভনিং কমিটি।
বিপিএল শুরুর সময়ের নিয়মানুযায়ী, ষষ্ঠ আসরের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি শেষ হয়ে যাবে। সব দলের চুক্তি শেষ হয়ে যাওয়ায় নতুন চুক্তির আগে এভাবে খেলোয়াড় দলে টানা কোনো সুযোগই নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর। অর্থাৎ সাকিবের এই দলবদল স্বীকৃতি পাচ্ছে না ক্রিকেট বোর্ড কতৃক।





বিসিবি এই বিবৃতি দেয়ার পরে বিপিএল বর্জন করার হুমকি দিয়েছিলেন রংপুর রাইডার্সের মালিকপক্ষ। তবে এখন তারা বলছেন সাকিব এবং মাশরাফি দুইজনকেই দলে নিতে চায়। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানান হয়, স্থানীয় একজন খেলোয়াড়কে ড্রাফটের বাইরে থেকে নেয়ার থাকলে তারা সাকিবকেই দলে নেবেন। আর যদি রিটেইন প্রক্রিয়া চালু থাকে তাহলে রেখে দেয়া হবে মাশরাফিকে।
রংপুর কর্ণধার ইশতিয়াক সাদেক বলেন,
'আমাদের পরামর্শ ছিল যেহেতু একটা টিম ২ বছর ধরে একভাবে খেলে আসছে, পরবর্তী চার বছর খেলার জন্য দলের একটা কোড দরকার। টিমের কিছু খেলোয়াড় রিটেইন করার ব্যাপার আছে। সে রিটেনশন চেয়েছি আমরা।'
তিনি আরও যোগ করেন,
বোর্ড বলছে আইকন খেলোয়াড় বলে কিছু নাকি থাকবে না। যে কারণে একজন স্থানীয় খেলোয়াড়কে যেন সরাসরি নেয়া যায় সেই জন্য সরাসরি চুক্তির নিয়ম আমরা চেয়েছি। বোর্ড বলছে সরাসরি চুক্তি বিদেশি দুই অথবা তিনজন করবে। আমরাও বললাম, যেহেতু বিদেশিরা করবে দেশীয়দের সরাসরি চুক্তি কেন নয়!'
২. একজন স্থানীয় খেলোয়াড়কে যেন নিলামের বাইরে থেকে সরাসরি নেয়া যায়।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।