'সিরিজ জয়' বিপ্লবকে উৎসর্গ করলেন শামীম

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-07-25T22:41:55+06:00
আপডেট হয়েছে - 2021-07-25T23:06:35+06:00
জিম্বাবুয়ে সফরের তিনটি সিরিজের ট্রফিই জিতেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শামীম হোসেন। এই দলের সদস্য ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব। সফরের মাঝে বাবার মৃত্যুর সংবাদে দেশে ফিরে যাওয়া এই ক্রিকেটারকেই সিরিজ জয় উৎসর্গ করেছেন শামীম।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিপ্লবও জিম্বাবুয়ে সফরে যান। প্রথম ম্যাচের একাদশে তিনি ছিলেন না। দ্বিতীয় ম্যাচের আগেই খবর পান, ঢাকায় তার বাবা ইন্তেকাল করেছেন। পরদিন সকালেই ঢাকায় ছুটে আসেন এই তরুণ ক্রিকেটার। তার বাবার মৃত্যুতে বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে কালো ব্যাজ পরে খেলতে নেমেছিল। শোক প্রকাশ করেছিল জিম্বাবুয়েও।
টি-টোয়েন্টি সিরিজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় শামীম জানিয়েছেন এই ম্যাচ জয় তিনি উৎসর্গ করেছেন বিপ্লবকে। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের বাবার আত্মার শান্তির জন্য প্রার্থনাও করেছেন শামীম।
এছাড়া
ের সাথে একইসাথে সিরিজ খেলতে পেরে এবং সিরিজ জয় করতে পেরে নিজের খুশিরও বহিঃপ্রকাশ করেছেন দলের নবীনতম এই সদস্য।
শামীম বলেন,
'আলহামদুলিল্লাহ, আমার অভিষেকের পর প্রথম সিরিজেই জয় পেলাম। সাকিব ভাইয়ের সাথে একটি আন্তর্জাতিক সিরিজ জেতায় গর্ব হচ্ছে। আশা করছি, আমার সেরাটা দিতে পারব, ইনশাআল্লাহ। (সিরিজ জয়)
বিশেষভাবে উৎসর্গ করছি আমিনুল ইসলাম বিপ্লবকে। আল্লাহ আপনার ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আপনার বাবাকে জান্নাতবাসী করুন।'
প্রসঙ্গত, তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে সংগ্রহ করে ১৯৩ রান। জবাবে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।