সুপার লিগে জয়ে ফিরল মুশফিকরা

প্রকাশিত হয়েছে - 2018-03-27T16:56:52+06:00
আপডেট হয়েছে - 2018-03-27T16:56:52+06:00
আগের ম্যাচে শেখ জামালের কাছে হেরে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিছুটা পিছিয়ে গিয়েছিলো লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে সুপার লিগ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বরকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার আশা টিকিয়ে রাখল লিজেন্ডস অব রূপগঞ্জ। মুশফিকদের এই জয়ে স্লান হলো
ের সেঞ্চুরি।
আগের ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছিল রূপগঞ্জ, ফলস্বরূপ হেরেছিল মুশফিক-নাঈমরা। তবে এবার কোন প্রকার ভুল করেনি রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। টস জিতে ফিল্ডিং নিয়েছে নাঈম। দোলেশ্বরের দুই ওপেনার লিটন দাস ও ইমতিয়াজের দলীয় শুরুটা ভালোই করেছিল। দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৬৯ রান।
ইমতিয়াজ ফিরে গেলে ফজলেকে নিয়ে লড়ে যান লিটন। চলতি প্রিমিয়ার লিগে ব্যাট হাতে যে দারুণ ছন্দে আছেন সেটির প্রমাণ রাখেন এই ম্যাচেও। তুলে নেন লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি। লিটন ১০৭ করে আউট হলেও ইকবাল আবদুল্লাহর অপরাজিত ৪২ ও ফরহাদ রেজার ২৯ রানে ভর করে ২৫৭ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। রূপগঞ্জের হয়ে বল হাতে সর্বোচ্চ দুইটি উইকেট নেন অধিনায়ক নাঈম।
লিটনদের দেওয়া ২৫৮ রান তাড়া করতে নেমে প্রাইম দোলেশ্বরের বোলারদের শুরু থেকেই চাপে রাখেন লিজেন্ডস অব রূপগঞ্জের দুই ওপেনার আব্দুল মজিদ ও মোহাম্মদ নাইম। বোলারদের কোন প্রকার সুযোগ না দিয়ে নিজেদের সাবলীল খেলাটাই খেলেন নাইম, মজিদ। তবে দুই ওপেনারের গড়া ১৪০ রানের জুটি ভাঙেন ফজলে, ফেরান ৫৮ রান করা মজিদকে।
মুশফিকের সঙ্গে ২২ রানের জুটি গড়ে শাহনুর রহমানের বলে আউট হন ৮৮ রান করা মোহাম্মদ নাইম। মুশফিক ও নাঈম মিলে দলের বাকি কাজটা সহজ করে দেন। মুশফিকও রান তুলেন দ্রুত। নাঈমের সঙ্গে বাঁধেন ৩৮ রানের জুটি। ব্যক্তিগত ৪১ রানে ফরহাদ রেজার বলে আউট হন তিনি। ৩১ করে নাঈম আউট হলে ততক্ষণে দল পৌঁছে যায় জয়ের খুব কাছে। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ।
প্রাইম দোলেশ্বরের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট লাভ করেন ফরহাদ রেজা ও একটি করে উইকেট পান ইকবাল, শাহনুর, ফজলে। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোরঃ
প্রাইম দোলেশ্বর ২৫৭-৫ (ওভার ৫০)
লিটন ১০৭, ফজলে ৪৬ঃ নাঈম ২-২৮
লিজেন্ডস অব রূপগণ ২৬০*৫ (ওভার ৪৮.৪)
নাইম ৮৮, মজিদ ৫৮ঃ রেজা ২-৫৪
ফলাফলঃ
৫ উইকেটে জয়ী রূপগঞ্জ।
আরও পড়ুনঃ ডিপিএলে সেঞ্চুরি লিটনের