██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সেই ম্যাচের ‘দুঃস্বপ্ন’ এখনো তাড়া করে রাহুলকে

সেই ম্যাচের ‘দুঃস্বপ্ন’ এখনো তাড়া করে রাহুলকে

প্রকাশিত হয়েছে - 2020-04-26T16:04:01+06:00

আপডেট হয়েছে - 2020-04-26T16:04:01+06:00

বড় স্বপ্ন নিয়ে ইংল্যান্ড বিশ্বকাপে গিয়েছিল ভারত। লক্ষ্য শিরোপা অর্জন। সেই পথে বেশ ভালোভাবেই এগিয়ে চলছিল দলটি। তবে সেমিফাইনালে তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ড। শেষ হয় ২০১৯ বিশ্বকাপের পথচলা। কিউইদের সাথে সেমিফাইনাল হারের ক্ষত ভুলতে পারছেন না লোকেশ রাহুল। সেই দুঃস্বপ্ন এখনো তাড়া করে তাকে।
রাহুল
৯ জুলাই ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নামে কেন উইলিয়ামসন বাহিনী। ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩৯ রানের বেশি তুলতে পারেনি ব্ল্যাকক্যাপসরা। ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণ বিরাট কোহলিদের। মাত্র ২৪ রান তুলতেই টপ অর্ডারের ৩ ব্যাটসম্যানসহ ৪ উইকেট হারিয়ে বসে তারা।
সেই ক্ষতি আর পুষিয়ে উঠতে পারেনি পরের দিকের ব্যাটসম্যানরা। ২২১ রানে থামতে হয় ভারতকে। এতে ১৮ রানে ম্যাচ হারের সাথে সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় নিতে হয় ভারতকে। অথচ প্রথম রাউন্ডের ৯ ম্যাচে ৭টি জয় নিয়ে টেবিল সেরা হওয়া ভারতকেই শিরোপার যোগ্য দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছিলো। নিউজিল্যান্ডের বিপক্ষে সেদিনের হারের ক্ষত কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না ভারতের টপ অর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। সেই ম্যাচের দুঃস্বপ্ন এখনো তাড়া করে রাহুলকে। এমনকি রাতে সেই স্মৃতি মনে পড়লে ঘুমাতেও পারেন না তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল বলেন,
‘আমি জানি না সেমিফাইনালের হারটা নিয়ে দলের সিনিয়র ক্রিকেটাররা কী ভাবে। গোটা টুর্নামেন্টে এত ভালো খেলার পরেও সেমিফাইনালের হারটা আমার পক্ষে এখনও মেনে নিতে কষ্ট হয়। মাঝে মাঝে দুঃস্বপ্নের মতো এটা আমাকে তাড়া করে।’
‘ম্যাচের শুরুটা খারাপ হওয়ায় মূলত কাল হয়েছিল। এখনও নিজেকে ক্ষমা করতে পারিনা। ম্যাচটা নিয়ে দুঃস্বপ্ন দেখি, আর ঘুম ভেঙে যায়। বিশ্বকাপের সেমিফাইনালের ঐ হার, দলের প্রত্যেকের ক্রিকেট জীবনে ক্ষত হয়ে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বকাপের স্বপ্নভঙ্গের সেমিফাইনাল ম্যাচের হারের ঘোর থেকে এখনও নিজেকে বের করতে পারিনি।’
সাথে আরও জানান তিনি।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.