██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

সেমিফাইনালের আগেই বিদায় নিল উইন্ডিজ

সেমিফাইনালের আগেই বিদায় নিল উইন্ডিজ
বিডিক্রিকটাইম স্টাফ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট

প্রকাশিত হয়েছে - 2019-06-27T22:46:29+06:00

আপডেট হয়েছে - 2019-06-27T22:52:26+06:00

নিজেদের সপ্তম ম্যাচে ভারতের কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন ধূলিসাৎ হল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজের। ওল্ড ট্রাফোর্ডে জেসন হোল্ডারের দল বিরাট কোহলিদের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। ১২৫ রানে হেরে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হওয়ায় ক্যারিবীয়দের বাকি দুটি ম্যাচ হয়ে পড়েছে কেবলই আনুষ্ঠানিকতার।
সেমির আগে বিদায় নিশ্চিত উইন্ডিজের
২৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উইন্ডিজ শুরুতেই হারায় ওপেনার ক্রিস গেইল (৫) ও ওয়ান ডাউনে নামা শাই হোপকে (৬)। দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করে যাচ্ছিলেন সুনীল আমব্রিস ও নিকোলাস পুরান। তবে সেট হওয়ার পরও উইকেটে টিকে থাকতে পারেননি দুজনের কেউই।
২৭ রান করে পুরান ও ৩১ রান করে আমব্রিসের বিদায়ের পর খেই হারায় উইন্ডিজের ব্যাটিং লাইনআপ। দলীয় ১০০ রানের মধ্যে সাজঘরে ফেরেন অধিনায়ক জেসন হোল্ডারও। ২৭তম ওভারে পরপর দুই বলে জাসপ্রিত বুমরাহ সাজঘরে ফেরান কার্লোস ব্র্যাথওয়েট ও ফাবিয়ান অ্যালেনকেও। তাতে ম্যাচ অনেকটাই চলে আসে ভারতের মুঠোয়। শেষদিকে কেমার রোচের অপরাজিত ১৪ ও শেল্ডন কটরেলের ১০ রানের ইনিংস কমিয়েছে পরাজয়ের ব্যবধান। শেষপর্যন্ত উইন্ডিজের ইনিংস থামে ১৪৩ রানে, ৩৪.২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারালে। শেষদিকে চওড়া হয়নি কারো ব্যাটই। ভারতের পক্ষে মোহাম্মদ শামি একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও যুযবেন্দ্র চাহাল দুটি করে এবং হার্দিক পান্ডিয়া ও কূলদ্বীপ যাদব একটি করে উইকেট শিকার করেন।
সেমির আগে বিদায় নিশ্চিত উইন্ডিজের
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানের রোহিত শর্মাকে (১৮) হারায় ভারত। চাপ সামলে দলকে বিপর্যয় থেকে দূরে রাখেন অধিনায়ক কোহলি ও আরেক ওপেনার লোকেশ রাহুল। যদিও অর্ধ-শতক থেকে মাত্র ২ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন রাহুল (৪৮)। তবুও কোহলি ক্রিজে থাকা অবস্থায় ভালো এগোচ্ছিল ভারতের ইনিংস।
কোহলি থাকা অবস্থায়ই ভারত হারায় বিজয় শঙ্কর (১৪) ও ক্যাডার যাদবের (৭) উইকেট। এতে কিছুটা চাপে পড়ে যায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপ। ক্যারিবীয় পেসারদের আঁটসাঁট বোলিংয়ের বিপক্ষে ভালো করলেও কোহলিও দলীয় ১৮০ রানে ধরেন প্যাভিলিয়নের পথ। ৮২ বলের মোকাবেলায় ৮টি চার হাঁকিয়ে কোহলির ব্যাট থেকে আসে ৭২ রান। এই ইনিংস খেলার পথেই তিনি গড়েন আন্তর্জাতিক ক্রিকেটের দ্রুততম ২০ হাজার রানের কীর্তি। যতক্ষণ ক্রিজে ছিলেন, ভারতও ছিল বড় ইনিংসের আশায়। তার বিদায়ের পর শেষদিকে মহেন্দ্র সিং ধোনি ও ক্যাডার যাদবের ৭২ রানের জুটি দলকে এনে দেয় লড়াকু সংগ্রহ। ৩৮ বলে ৪৬ করা কেদারের বিদায়ের পর সাজঘরে ফেরেন মোহাম্মদ শামি (০)। তবে কুলদ্বীপ যাদবকে নিয়ে ইনিংস শেষ করে আসেন ৬১ বলে ৫৬ রান করে অপরাজিত থাকা ধোনি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৮ রান। ক্যারিবীয়দের পক্ষে কেমার রোচ তিনটি এবং অধিনায়ক জেসন হোল্ডার ও শেল্ডন কটরেল দুটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস: ভারত
ভারত ২৬৮/৭ (৫০ ওভার)
কোহলি ৭২, ধোনি ৫৬*, রাহুল ৪৮ রোচ ৩৬/৩, হোল্ডার ৩৩/২, কটরেল ৫০/২
উইন্ডিজ ১৪৩ (৩৪.২ ওভার)
আমব্রিস ৩১, পুরান ২৮, হেটমেয়ার ১৮ শামি ১৬/৪, বুমরাহ ৯/২, চাহাল ৩৯/২ ফল: ভারত ১২৫ রানে জয়ী।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.