সোহানের ধোনি-দর্শন

প্রকাশিত হয়েছে - 2017-06-01T14:06:31+06:00
আপডেট হয়েছে - 2017-06-01T14:06:31+06:00

ক্রিকেটে কিপার হিসেবে আসাটা হয়ত
ের সফল উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে দেখেই। আর প্রিয় ক্রিকেটারের সঙ্গে দেখা, সাক্ষাৎ না করলে কি হয়!
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের তরুণ কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান ভারতের ধোনিকেই নিজের ক্রিকেটের গুরু মানেন। নিঃসন্দেহে হতে চান ধোনির মতো সফল কিপার-ব্যাটসম্যান। তার প্রিয় ক্রিকেটারকে পেয়ে খোশ গল্পে মাতেন নুরুল। কথা হয়েছে নিজের কিপিং, ব্যাটিং নিয়ে।
"ধোনি আমার প্রিয় কিপার। অনেক দিন থেকেই চাইছিলাম ওর সঙ্গে কথা বলতে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে সময় চেয়েছিলাম। বলেছিল ম্যাচ শেষে কথা বলবে। কিন্তু বাংলাদেশ হারার পর আর ওভাবে কথা বলার অবস্থা ওই সময় ছিল না। আজকে আবার সময় চাইতেই বলল ম্যাচ শেষে কথা বলবে। এই তো। কিপিং ও ব্যাটিং নিয়েই কথা হয়েছে।”
কিপিংয়ে ধোনিকে বলা সেরাদের চেয়ে সেরা। অনেক দারুণ স্ট্যাম্পিং, ক্যাচ ধরতে দেখা গিয়েছে ধোনিকে।
ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ এক কিপিং-স্কিল দেখান নুরুল হাসান। সেইগুলো নিয়েও নিজের ক্রিকেটের নায়কের সঙ্গে কথা হয় নুরুল হাসানের।
"ওকে বললাম যে তোমার কিপিং আমার ভালো লাগে। অনেক অনুসরণ করি। ওর মতো করেই একট রান আউট করেছিলাম নিউ জিল্যান্ডে, সেটাও বললাম। ও বললো, ‘কিপিংয়েও তো আমি আনঅর্থোডক্স, অনেকেই পছন্দ করে না।’ আমি বললাম, ‘আমারও সেরকম হয়ে গেছে।’ পরে কিপিং নিয়েও কথা হলো কিছুক্ষণ।”