সৌম্য খুবই কার্যকরী অলরাউন্ডার : রিয়াদ

প্রকাশিত হয়েছে - 2021-07-25T23:03:08+06:00
আপডেট হয়েছে - 2021-07-25T23:04:56+06:00
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। ব্যাট ও বল উভয় বিভাগেই অবদান রেখেছেন এই ক্রিকেটার। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মতে সৌম্য খুবই কার্যকরী একজন অলরাউন্ডার।
[caption id="attachment_165908" align="aligncenter" width="800"]

মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
সিরিজের প্রথম ম্যাচে ৪৫ বলে ৫০ রান করেছিলেন সৌম্য। দুর্ভাগ্যবশত রান আউট হয়েছিলেন। সেই ম্যাচে একটি উইকেটও শিকার করেছিলেন সৌম্য। তৃতীয় ম্যাচে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে আবারও অর্ধশতক হাঁকান। খেলেন ৪৯ বলে ৬৮ রানের ম্যাচজয়ী ইনিংস।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোট ১২৬ রান করেছেন সৌম্য। যা
ের পক্ষে এই সিরিজে সর্বোচ্চ এবং সবমিলিয়ে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ। বল হাতেও শিকার করেছেন মোট তিনটি উইকেট। অলরাউন্ড পারফর্মের পারদর্শীতা দেখিয়ে সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন সৌম্য।
ম্যাচ শেষে সৌম্যের প্রশংসা ঝরেছে অধিনায়ক রিয়াদের মুখেও। সৌম্যকে কার্যকরী অলরাউন্ডার উল্লেখ করে রিয়াদ বলেন,
'অবশ্যই, আমার মনে হয় সৌম্য একজন খুবই কার্যকরী অলরাউন্ডার। আমি যখন তাকে বোলিংয়ে আনলাম, তখন সে দুইটি উইকেট শিকার করেছে এবং রান আটকানোর চেষ্টা করেছে। যখন দলের প্রয়োজন ছিল তার ব্যাট থেকে রান, তখন সে ব্যাট হাতেও দাঁড়িয়ে গেছে এবং দারুণ ব্যাটিং করেছে।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।