স্টেইন ও সাকিবকে ‘অনুসরণ’ করেন রিপন মণ্ডল

প্রকাশিত হয়েছে - 2022-02-07T00:59:00+06:00
আপডেট হয়েছে - 2022-02-07T00:59:00+06:00
বিশ্বকাপে অষ্টম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের সেরা বোলার রিপন মণ্ডল জানালেন কোয়াটার ফাইনালে টস গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
[caption id="attachment_191039" align="aligncenter" width="1024"]

বাংলাদেশের হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ '১৪ উইকেট নিয়েছেন রিপন। '[/caption]
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল হিসেবে প্রত্যাশা অনুরূপ পারফর্ম করতে না পারলেও দু-একটি ব্যক্তিগত অর্জন রয়েছে দলের খেলোয়াড়দের। তার মধ্যে অন্যতম পেসার রিপন মণ্ডল। যেখানে দলের বাকি বোলাররা ব্যর্থই হয়েছিলেন সেখানে ১৪টি উইকেট নিয়েছেন রিপন।
বিশ্বকাপে বল হাতে দারুণ পারফর্ম করায় পুরস্কারস্বরূপ
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।। অবশ্য দল ভালো না করায় বাড়তি উচ্ছ্বাস প্রকাশ করার সুযোগ দেখছেন না তিনি।
“ব্যক্তিগত পারফরম্যান্সটা সবসময়ই ভালো লাগে। দল হিসেবে যদি আরও ভালো করতে পারতাম, প্রাপ্তিটা ভালো হতো।”
নিজে ডানহাতি মিডিয়াম পেসার হলেও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে স্পিন অলরাউন্ডার সাকিবকেই পছন্দ রিপনের। সেই সঙ্গে বিদেশি খেলোয়াড়দের মধ্যে ‘আদর্শ’ মানেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী পেসার স্টেইনকে।
[caption id="attachment_191040" align="aligncenter" width="640"]

রিপনের প্রিয় বোলার স্টেইন।[/caption]
“আমি বোলিং হিসেবে ডেল স্টেইনকে ফলো করি, এমনিতে বাংলাদেশে সাকিব আল হাসানকে ফলো করি। চেষ্টা তো থাকবেই, বাকিটা আল্লাহ ভরসা।”
গতবারের চ্যাম্পিয়নদের মিশন শেষ হয়ে যায় কোয়াটার ফাইনালে
ের বিপক্ষে। গত আসরে যাদের হারিয়ে শিরোপা জিতেছিল।
। ভারতের কাছে পরাজয়ের পেছনে টসের বড় ভূমিকা দেখছেন রিপন।
“শুরুতে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে ব্যাটিংটা ভালো করতে পারি নাই, যেটি আমরা মেনে নিয়েছি। ভারতের সঙ্গে কোয়ার্টার ফাইনালে টসটা গুরুত্বপূর্ণ ছিল, কারণ উইকেটটা অনেক ভেজা ছিল। টসটা জিততে পারলে ম্যাচের দৃশ্য অন্য হতে পারত।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।