██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার

স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার

প্রকাশিত হয়েছে - 2020-08-13T15:42:37+06:00

আপডেট হয়েছে - 2020-08-13T17:27:08+06:00

দীর্ঘ দিন পরে ক্রিকেট মাঠে ফিরেছেন ক্রিকেটাররা তবে এখনই ম্যাচ খেলতে নামতে পারছেন না। এতদিন ঘরে অলস সময় কাটাতে হলেও কোয়ারেন্টিনের সময়টা অনেক ভালো ছিল বলে জানান সৌম্য সরকার, শুধু অভাব ছিল ক্রিকেটের। ম্যাচ খেলা না হলেও যে বাংলাদেশের একটি সিরিজ নিশ্চিত করা হয়েছে, এতে স্বস্তি ফিরেছেন এই ব্যাটসম্যান।
স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য সরকার
চলতি বছরের মার্চ মাসে নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজ খেলেছিল বাংলাদেশ। তারপর এপ্রিলে
ে বাংলাদেশের সিরিজ ছিল। করোনাভাইরাসের প্রকোপে সেটার সাথে সাথে একেএকে মে মাসে
, জুন মাসে
ও তারপরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ স্থগিত হয়ে যায়।
তবে আশার আলো হলো দ্রুতই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি মাঠে গড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। গত জুলাই মাসেই
-
মাঠে ফিরলেও বাংলাদেশকে অপেক্ষা করতে হবে অক্টোবর মাস পর্যন্ত। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বৃহস্পতিবার (১৩ আগস্ট) অনুশীলনে করার পর সৌম্য এই সম্পর্কে কথা বলেন। তিনি বলেন,
 'অবশ্যই স্বস্তির যে অন্তত খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, তো খারাপ লাগতো অনেক যে আমরা কবে খেলব। অবশ্য ভালোও লাগতো যে খেলা শুরু হয়েছে। এখন গতকাল শোনা গেল আমাদের সফরও নিশ্চিত করা হয়েছে। এটা নিজের কাছে অনেক ভালো লাগছে।'
এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল তিনি,
 'নিরাপত্তা একটা বড় ইস্যু। দলও আমাদের একটা পরিবারের মত। সবাই নিজেকে নিরাপদ রেখে কোয়ারেন্টিনে থাকতে হবে। যেসব নিয়ম থাকবে সেসব মেনেই মাঠে খেলতে নামাটা ভালো হবে বলে আমার কাছে মনে হয়। কারণ যে কোন একজনের মধ্যে যদি চলে আসে বাকিরাও ভুক্তভোগী হবে। তাই আমার কাছে মনে হয় নিয়মটা মেনে চলাই ভালো।'
'প্রথম সব জিনিসই একটু অন্য রকম থাকে। আমার কাছে মনে হয় এক মাসে আগে যদি যাওয়া হয়, তাহলে দলে সবাই অনুশীলনের মধ্যে থাকবে। একটু বেশি হলেও ঐ যে বললাম নিরাপত্তার কারণে করতে হবে। এটাও টিম ওয়ার্ক হিসেবেই ধরতে হবে, এই আর কি,' 
সৌম্য আরও যোগ করেন।
স্বস্তি ফিরে পেয়েছেন সৌম্য
প্রায় পাঁচ মাস পরে এই সপ্তাহে মাঠে অনুশীলনে ফিরেছেন সৌম্য। তিনি জানান, ক্রিকেট না থাকায় খারাপ লাগা ছাড়া কোয়ারেন্টিনের সময়টা তার ভালোই কেটেছে। সৌম্যের ভাষায়,
 'অন্য সবদিক দিয়ে চিন্তা করলে ভালো। শুধু একটা দিক দিয়ে খারাপ কেটেছে, শুধু খেলাটা ছিল না। বাকি জিনিসটা, পরিবারকে সময় দিতে পেরেছি। প্রথম দিকে একটু খারাপ লাগত, পরের দিকে মানিয়ে নিয়েছি। যদি খেলা থাকত তাহলে আমার কাছে মনে হয় কোয়ারেন্টিনটা অনেক ভালো ছিল (হাসি)।'
গত মার্চ মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরে আর ২২ গজের লড়াইয়ে নামা হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের। সর্বশেষ সিরিজে নিজের পারফর্মে অসন্তুষ্ট ছিলেন না তিনি। যেখানে ফেলে ২২ গজে রেখে গৃহবন্দী হয়েছিলেন সেখান থেকেই আবার পারফর্ম শুরু করতে চান সাতক্ষীরার এই ক্রিকেটার। সৌম্য বলেন,
 'সর্বশেষ খেলেছিলাম টি-টোয়েন্টি, জিম্বাবুয়ের সাথে। দুটোই ভালো ছিল। তো চেষ্টা করব ওখান থেকেই নতুন করে শুরু করার। শ্রীলঙ্কায় খেলা হয়েছে দুই-তিন বারের বেশি।
শুধু খেললেই তো হবে না, নিজের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স সবই করতে হবে। যেহেতু খেলাই চলে আসছি শতভাগ নিয়েই নামতে হবে।'
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.