হাত কেটেই ফেলতে চেয়েছিলেন উইলিয়ামসন!

প্রকাশিত হয়েছে - 2022-02-11T19:51:00+06:00
আপডেট হয়েছে - 2022-02-11T19:51:00+06:00
কনুইয়ের চোটের সাথে লড়াই করতে করতে যেন বিরক্তি চলে এসেছে কেন উইলিয়ামসনের। চরম হতাশায় হাল ছেড়ে দিয়ে হাত কেটে ফেলার কথাও নাকি ভেবেছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
[caption id="attachment_191528" align="aligncenter" width="403"]

কেন উইলিয়ামসন। ছবিঃ গেটি ইমেজস[/caption]
গত এক বছরের বেশি সময় ধরে কনুইয়ের চোটে ভুগছেন উইলিয়ামসন। চোট কাটিয়ে মাঠে ফিরতে গেলেই মাথাচাড়া দিয়ে ওঠে এই চোট। যার ফলে কিউইদের হয়ে লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সকল ম্যাচে খেলতে পারলেও আইপিএলের সবগুলো ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন উইলিয়ামসন। গত নভেম্বরে কানপুরে হওয়া প্রথম টেস্টে মাঠে ফিরলেও চোট জেগে ওঠে তখনই, এরপর থেকেই মাঠের বাইরে আছেন উইলিয়ামসন।
কঠিন এই চোটের সাথে লড়াই করতে গিয়ে মাঝেমাঝেই হতাশ হয়ে পড়েন তিনি। বিরক্তি এতটাই চেপে বসে যে, হাতটাই নাকি কেটে ফেলতে চেয়েছিলেন ৩১ বছর বয়সী এই ব্যাটার। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চোট নিয়ে নিজের হতাশার কথা জানান উইলিয়ামসন।
উইলিয়ামসন জানান,
‘এটা (হাত) কেটে ফেলা…… এমনটা আমি কয়েকবার ভেবেছি। এই ধরনের চোটের সঙ্গে লড়াই করা প্রত্যেকের গল্প আলাদা। শুরুতে আমি অবশ্যই আশাবাদী ছিলাম। কিন্তু এখন আর পারছি না। সত্যি বলতে, দিনের পর দিন এটা সহ্য করে যাওয়া খুবই কঠিন।’
তবে এমন চোটের সাথে লড়াই করা ব্যক্তি উইলিয়ামসনই প্রথম নন। একই চোটের সঙ্গে লড়াই করে এখন সুস্থ আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারেরও ছিল একই চোট। তবুও হার মানেননি শচীন, গড়েছেন ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। চোট থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া নিয়ে এই দুইজনের সঙ্গেই কথা বলেছেন উইলিয়ামসন। তবে এখনও পর্যন্ত নিজের জন্য কার্যকরী কোনো উপায়ই খুঁজে পাননি তিনি।
[caption id="attachment_191529" align="aligncenter" width="403"]

কেন উইলিয়ামসন। ছবিঃ গেটি ইমেজস[/caption]
উইলিয়ামসন জানান,
‘আমি এমন অনেকের গল্প শুনেছি যারা এই চোটের মধ্য দিয়ে গেছে এবং শুরুতে তাদের কথা অনুপ্রেরণাদায়ক ছিল। আমার এই লড়াইয়ের শেষ কোথায়, তা জানতে আমি কৌতূহলী।’
বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন উইলিয়ামসন। প্রতি দুইদিনে ব্যাটিং করছেন ২০-২৫ মিনিট করে, ব্যথানাশক ঔষধের দরকার হচ্ছে না। আগামী মার্চে
ের বিপক্ষে ঘরের মাঠে সীমিত ওভারের ক্রিকেটের সিরিজ খেলবে কিউইরা। সেই সিরিজ দিয়ে মাঠে ফেরার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন উইলিয়ামসন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।