হারে শেষ শেখ জামাল

প্রকাশিত হয়েছে - 2018-04-05T17:12:58+06:00
আপডেট হয়েছে - 2018-04-05T20:20:53+06:00
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে চার উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ব্যাট হাতে দলকে জিতিয়েছেন খেলাঘর অধিনায়ক নাজিমউদ্দীন। এই জয়ে পয়েন্ট টেবিলে ৫ম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

এর আগে সকালে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খেলাঘর সমাজ কল্যাণ দলের অধিনায়ক নাজিমউদ্দীন। শুরুতেই খেলাঘরকে উইকেট এনে দেন বা-হাতি স্পিনার তানভীর ইসলাম। দলীয় ৩৯ রানের মাথায় আউট হন চান্দ, ইলিয়াস সানি, সৈকত আলী ও তানভীর হায়দার।
দ্রুত চার উইকেট পড়ে গেলে দলের হাল ধরেন অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান, তাকে সঙ্গ দেন জিয়াউর রহমান। দলীয় ৭০ রানে জিয়া ১২ করে আউট হলেও সোহাগ গাজীকে নিয়ে লড়াই চালিয়ে যান নুরুল। তবে ব্যক্তিগত ৪৭ রানে মেনারিয়ার বলে ইনিংস থামে শেখ জামাল অধিনায়ক নুরুলের।
গাজীর ২৭ ও আল-ইমরানের ২৫ রানে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ৩২ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। রবি, মাহিদুল, অমিত, মেনারিয়া দ্রুত সাজঘরে ফিরে গেলে দলকে খাঁদের কিনারা থেকে তুলে আনেন অধিনায়ক নাজিমউদ্দীন ও রাফসান আল মাহমুদ।
দুই ব্যাটসম্যানের দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের পথে নিয়ে যায়। ব্যক্তিগত ৬১ রান করে আউট হন নাজিম এবং ফিফটি থেকে চার দূরে, ৪৬ রান করে আউট হন রাফসান। তবে জয়ের কাজটা করে গিয়েছেন এই দুই ব্যাটসম্যান। শেখ জামালের হয়ে একাই পাঁচটি উইকেট লাভ করেন নাজমুল ইসলাম অপু।
সংক্ষিপ্ত স্কোরঃ
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
শেখ জামাল ১৬০ (ওভার ৪৯)
সোহান ৪৭, সোহাগ ২৭ঃ সাদ্দাম ২-১৮
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১৬১/৬ (ওভার ৩৬.৫)
নাজিম ৬১, রাফসান ৪৬ঃ অপু ৫-৩২
ফলাফলঃ
৪ উইকেটে জয়ী খেলাঘর।
ম্যাচ সেরাঃ
নাজমুল অপু (শেখ জামাল)
আরও পড়ুনঃ ডিপিএলে সেঞ্চুরির দেখা পেলেন নাসির