'১৩' ওভারের ম্যাচে হেসেখেলে জিতল ওল্ড ডিওএইচএস

প্রকাশিত হয়েছে - 2021-06-08T13:03:29+06:00
আপডেট হয়েছে - 2021-06-08T13:03:29+06:00
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পঞ্চম রাউন্ডের খেলায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ১৭ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। ৫ ম্যাচ খেলে এটি ডিওএইচএসের দ্বিতীয় জয়।

বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টির বাগড়ায় পড়ে ওল্ড ডিওএইচএস। ম্যাচ অফিসিয়ালরা ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনেন ১৩ ওভারে। নির্ধারিত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রানের বড় পুঁজি দাঁড় করে মোহাইমিনুল খানের দল।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন দারুণ ছন্দে থাকা ওপেনার আনিসুল ইসলাম ইমন। চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া রায়ান রহমান ২১ বলে ৩৭ ও মাহমুদুল হাসান জয় ১৪ বলে অপরাজিত ২৯ রান করেন। খেলাঘরের পক্ষে খালেদ আহমেদ একাই শিকার করেন তিনটি উইকেট।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই রাফসান আল মাহামুদ ও মেহেদী হাসান মিরাজকে হারিয়ে ফেলে খেলাঘর। এরপর ইমতিয়াজ হোসেন ও জহুরুল ইসলাম প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ইমতিয়াজ ৩০ বলে ৩৩ ও জহুরুল ২৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে অবশ্য জয় এনে দিতে পারেননি।
নির্ধারিত ১৩ ওভার শেষে খেলাঘরের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান, ৫ উইকেট হারিয়ে। ডিওএইচএসের পক্ষে রকিবুল হাসান দুটি এবং হামিদুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল একটি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
টস : খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব : ১২০/৪ (১৩ ওভার)
ইমন ৪৪, রাফসান ৩৭, জয় ২৯*;
খালেদ ৩-০-২৪-৩, মিরাজ ৩-০-৩৪-১
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : ১০৩/৫ (১৩ ওভার)
জহুরুল ৩৭*, ইমতিয়াজ ৩৩
রকিবুল ১৬/২, হামিদুল ১৬/১
ফল : ওল্ড ডিওএইচএস ১৭ রানে জয়ী।