২০ বছর অপেক্ষার পর কুকের 'জোড়া শতক'

প্রকাশিত হয়েছে - 2022-05-09T18:15:10+06:00
আপডেট হয়েছে - 2022-05-09T18:15:10+06:00
ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সাদা পোশাকে সেরা উদ্বোধনী ব্যাটার অ্যালেস্টার কুক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও এখনো বীরদর্পে খেলে যাচ্ছেন প্রথম শ্রেণির ক্রিকেট। এত সফলতার মাঝেও তার যে আক্ষেপ ছিল তা ২০ বছর পর এসে পূরণ করলেন এই বাঁহাতি ক্রিকেট।
[caption id="attachment_199912" align="aligncenter" width="680"]

অ্যালেস্টার কুকের জোড়া শতক উদযাপন[/caption]
২০০৩ সালের সেপ্টেম্বর মাসে ফ্রিজেল কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে নটিংহ্যামশায়ারের বিপক্ষে এসেক্সের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল কুকের। সেখান থেকে ইংল্যান্ডের অধিনায়ক, দলটির সবচেয়ে সফল টেস্ট ওপেনার হয়েছেন। ইংল্যান্ড ক্রিকেটে অসামান্য অবদান রাখার জন্য নাইটহুডও পেয়েছেন, নামের আগে বসেছে 'স্যার'।
এত সফলতার মাঝেও প্রথম শ্রেণির ম্যাচে কোনো জোড়া শতক হাঁকাতে না পারার আক্ষেপ ছিল কুকের। অবশেষে ২০তম বছরে এসে সেই অর্জনও ধরা দিলো কুকের ব্যাটে। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো দুই ইনিংসেই শতক হাঁকালেন ৩৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। গত ৫ মে থেকে শুরু হওয়া এসেক্স ও ইয়র্কশায়ারের মধ্যকার ম্যাচের প্রথম ইনিংসে ১০৭ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১০২ রান করেন কুক।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৭০টি শতক হাঁকানোর পর ৭১তম ও ৭২তম শতক দুইটিতে জোড়া শতকের স্বাদ পেলেন এই ব্যাটার। কুকের চেয়ে বেশি শতক হাঁকানোর পর জোড়া শতকের স্বাদ পেয়েছেন চারজন ক্রিকেটার। ইংলিশ ক্রিকেটার প্যাটসি হেনড্রেন সবচেয়ে বেশি ৮৪টি শতক হাঁকানোর পর জোড়া শতক পেয়েছিলেন। ইংলিশ ব্যাটার জন হিয়ারনি ৮১টি, আরেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম গুচ ৭৭টি ও সাবেক
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । অধিনায়ক মাজিদ খান ৭১টি শতকের পর জোড়া শতক হাঁকিয়েছিলেন।
সময়ের হিসাবে কুকের ওপরে আছেন তিনজন। হিয়ারনি অপেক্ষা করেছিলেন ২৩ বছর। মাজিদ ২২ বছর ও হেনড্রেন ২১ বছর অপেক্ষা করেছিলেন।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।