৩৬ রানে জিতল রূপগঞ্জ টাইগার্স, অপরাজিতের '২' রানের আক্ষেপ

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-03-31T17:38:23+06:00
আপডেট হয়েছে - 2022-03-31T18:41:12+06:00
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৩৬ রানে পরাজিত করেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। আগে ব্যাট করে তিন অর্ধশতকের সুবাদে ২৫৯ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ। জবাব দিতে নেমে ২২৩ রানে অল-আউট হয় খেলাঘর।
[caption id="attachment_196481" align="aligncenter" width="700"]

৩৬ রানে জিতেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লব[/caption]
টস হেরে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ টাইগার্স। দুর্দান্ত ফর্মে থাকা জাকির হাসান আজ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। তাকে শিকার করেন মাসুম খান টুটুল। ২৭ বলে ৯ রান করে ইমরানুজ্জামানও টুটুলের শিকার হন। ২০ রানে দুই উইকেট হারানো রূপগঞ্জ টাইগার্সকে তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি উপহার দেন বাবা অপরাজিত ও
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । রাব্বি।
রাব্বিকে শিকার করে এই জুটি ভাঙেন ইফতেখার সাজ্জাদ। ৬৭ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন রাব্বি। চতুর্থ উইকেটে অপরাজিত ও মার্শাল আইয়ুবের কল্যাণে ১১৬ রানের জুটি দাঁড় করায় রূপগঞ্জ টাইগার্স। নব্বইয়ে নার্ভাস হয়ে অপরাজিত আউট হলে ভেঙে যায় এই জুটি। শতক হাতছাড়ার আফসোস নিয়ে ৯৮ রানে সাজঘরে ফেরেন অপরাজিত। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।
অধিনায়ক মার্শাল আইয়ুব ৬০ বলে ৬৩ রানের ইনিংস খেলে রান-আউট হন। মার্শালের ব্যাট থেকে আসে চারটি চার ও দুইটি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে রূপগঞ্জ টাইগার্স সংগ্রহ করে ২৫৯ রান। খেলাঘরের পক্ষে টুটুল ও ইলিয়াস সানি দুইটি উইকেট নেন।
[caption id="attachment_196486" align="aligncenter" width="600"]

ম্যাচসেরা ক্রিকেটার বাবা অপরাজিত[/caption]
জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি খেলাঘর। ৫৪ রানের মাঝেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। পঞ্চম উইকেট ইনিংস মেরামতের চেষ্টা করেও ব্যর্থ ফিরে যান অমিত হাসান। অমিতের ব্যাট থেকে আসে ৪১ বলে ২৫ রান। ৯১ রানে ৫ উইকেট হারায় খেলাঘর।
সালমান হোসেন ইমন ও ইলিয়াস সানির ব্যাটে খেলাঘর আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তবে অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে ফেরেন সালমান। দুইটি করে চার ও ছক্কায় তিনি করেন ৭১ বলে ৫৮ রান। অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন ইলিয়াসও। তিনি করেন ৬৪ বলে ৫৯ রান। টুটুল করেন ৩২ বলে ২৯ রান। তবে তাদের লড়াই দলের জন্য যথেষ্ট ছিল না।
২১ বল বাকি থাকতেই ২২৩ রানে অল-আউট হয় খেলাঘর। ফলে রূপগঞ্জ টাইগার্স ম্যাচ জিতে যায় ৩৬ রানের ব্যবধানে। রূপগঞ্জের পক্ষে নাসুম আহমেদ, শরিফউল্লাহ, ফরহাদ রেজা, এনামুল হক ও মুকিদুল ইসলাম মুগ্ধ দুইটি করে উইকেট নেন। ম্যাচসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
২৫৯/৭ (৫০ ওভার)
অপরাজিত ৯৮, মার্শাল ৬৩, রাব্বি ৫২;
ইলিয়াস ২/৫১, টুটুল ২/৫৭।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
২২৩/১০ (৪৬.৩ ওভার)
ইলিয়াস ৫৯, সালমান ৫৮, টুটুল ২৯;
রেজা ২/২১, মুগ্ধ ২/২৬, শরিফ ২/৩৪, এনামুল ২/৩৭, নাসুম ২/৫২।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ৩৬ রানে জয়ী।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।