মাথায় হাত সাকিবের, রিশাদের জোড়া উইকেটও আটকাতে পারেনি হার; অজিদের বিপক্ষে ভুলে যাওয়ার মত দিন
ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়াকে মাত্র ১৪১ রানের লক্ষ্য দিতে পারে বাংলাদেশ। বোলিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সুযোগ তৈরি করেন তানজিম সাকিব। তবে পয়েন্ট অঞ্চল থেকে সহজ ক্যাচ ফেলে দেন হৃদয়। এগিয়ে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হওয়ার সাথে সাথে বেশ কয়েকধাপ পিছিয়ে যেতে থাকে বাংলাদেশ। কারণ সুযোগ পেয়ে তখন যে টাইগার বোলারদের ওপর চড়াও ওয়ার্নার। চাপের মাঝে হেড-মার্শদের উইকেট তুলে দেন লেগি স্পিনার রিশাদ হোসেন। যদিও বৃষ্টির বাঁধার ম্যাচে সেটা যথেষ্ট ছিলো না। অসহায় আত্নসমর্পণ বাংলাদেশের।