বিপিএল ড্রাফটে সবচেয়ে খরুচে দল বরিশাল, কম খরুচে রংপুর; ৭ দলের ২২ কোটি খরচা; কোন দলের ব্যয় কত? | BPL
কাড়ি কাড়ি অর্থ নিয়ে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে বসেছিলো সাতটা দল। পছন্দের খেলোয়াড়দের সাইনিংয়ের ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ প্রতিটি দলের। প্লেয়ার্স ড্রাফটে সব মিলিয়ে সাত দলের খরচ ২২ কোটি টাকারও টাকা। অনেকটা জাতীয় দলের আদলে দল গড়ে সবচেয়ে বেশি অর্থ খরচ করে ফরচুন বরিশাল। এর বাইরে ডিরেক্ট সাইনিং আর রিটেইন করতেও মোটা অঙ্কের খরচ করতে হয় দলটিকে। আর আসছে বিপিএলের সবচেয়ে কম খরচের দল রংপুর রাইডার্স। সোমবার প্লেয়ার্স ড্রাফটে কোন দল কত টাকা খরচ করলো, সেই হিসাবগুলো মিলিয়ে দেখা যাক একে একে। #bpl2025 #bangladeshcricket #bpl