টি-টেনে সাব্বির রহমানের ছক্কা বৃষ্টি, শেষ তিন বলে হ্যাটট্রিক, প্রায় ৩০০স্ট্রাইকরেটে ব্যাটিং | Sabbir
বিগ বলে একটু দম নিলেন ধারাভাষ্যকার, এরপর বললেন, ভেরি বিগ। সাব্বির রহমানের ছক্কায় থ বনে গেল গোটা হারারে স্পোর্টস ক্লাব মাঠ। সাব্বিরের তাণ্ডবের সাক্ষী হয়ে জিম-আফ্রো টি-টেন লিগের প্লে-অফে জায়গা করে নিল হারারে বোল্টস। দলটি কেন সাব্বিরকে বেছে নিয়েছে, কেন রেখেছে আস্থা, সাব্বির এর প্রমাণ দিলেন মাত্র ১২ বলে গড়া ৩৪ রানের অপরাজিত ইনিংসে। নাটকীয় ম্যাচে শেষপর্যন্ত অবশ্য জিততে পারেননি সাব্বিররা, শেষ বলে হেরে যেতে হয় ম্যাচ। #sabbirrahman #bangladeshcricket #zimafrot10