বাংলাদেশের সুপার এইট ম্যাচে ফের বিতর্কিত ইলিংওর্থ; দেশি সৈকত আছেন একাধিক হাইভোল্টেজ ম্যাচে
সুপার এইট সামনে রেখে আইসিসির পক্ষ থেকে ঘোষণা করা হলো আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা। সুপার এইটে আম্পায়ার স্যাম নোগাস্কির সামনে পড়তে হচ্ছে না বাংলাদেশকে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বিতর্কের জন্ম দেয়া রিচার্ড ইলিংওর্থকে আবারও দেখা যাবে বাংলাদেশের ম্যাচের দায়িত্বে। এদিকে প্রথম বাংলাদেশি আম্পায়ারের হিসেবে আরও একটা নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে শরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার সুপার এইট ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে সৈকত। এছাড়া একাধিক ম্যাচে তিনি দায়িত্ব পালন করবেন টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবেও।