নাহিদ রানার গতি আর বাউন্সে চমকে গেছেন নবী; মুগ্ধ গুরু সিমন্স, বললেন গতি বাজারে কেনা যায় না
আফগানিস্তান সিরিজে অনেক অপ্রাপ্তির মাঝে প্রাপ্তি এই নাহিদ রানা। যাকে নিয়ে দুঃখের দিনেও গর্ব করতে পারছে বাংলাদেশ। অভিষেক ম্যাচেই শারজার মন্থর উইকেটেও ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন, তুলেছেন ১৫১ কিলোমিটার গতিও। তাতেই ক্রিকেটের রথী-মহারথী, প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের চোখ আটকে গেছে নাহিদের দিকে। প্রতিপক্ষের মোহাম্মদ নবি চমকে গেছেন, ইয়ান বিশপ-রমিজ রাজারা আহবান জানাচ্ছেন টাইগার পেসারের যত্ন নিতে। টাইগার কোচ ফিল ফিমন্সও তাকে নিয়ে বেজায় খুশি। #nahidrana #mohammadnabi #bangladeshcricket