বিপিএলে ফিরেছে রাজশাহী, চট্টগ্রামের পুরনো দল; থাকছে না কুমিল্লা, আসছে ঢাকার নতুন দল : ফারুক
বিপিএলে ফিরছে রাজশাহী এবং চট্টগ্রামের পুরনো দলগুলো! এদিকে কুমিল্লা দলের এবারের আসরে অংশগ্রহণ না করার খবর পাওয়া গেছে, তবে ঢাকা থেকে একটি নতুন দল মাঠে নামবে। এই পরিবর্তন বিপিএলে নতুন প্রতিযোগিতা এবং রোমাঞ্চকর ম্যাচগুলোর আশা জাগাচ্ছে। আসন্ন সিজনের জন্য আরও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন! #BPL #Rajshahi #Chittagong #Comilla #Dhaka #Cricket #BangladeshPremierLeague