বিদায়বেলায়ও হাসিখুশি রিয়াদ; ক্যারিয়ার নিয়ে 'আলহামদুলিল্লাহ', শান্তদের নিয়ে বড় আশা | Mahmudullah
মুখ ভর্তি দাঁড়ি, মুখে লেগে থাকে এক টুকরো হাসি। কে বলবে, অবসর নামক কঠিন ঘোষণাটা দিতে মঞ্চে বসে তিনি। যে মঞ্চে বসে, বেশিরভাগ ক্রিকেটারের চোখের কোণে দেখা মেলে জল! রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের নিয়ে প্রশংসা, সমালোচনা- দুটোরই সুযোগ থাকবে। তবে বিদায়টা তিনি বলতে পারলেন হাসিমুখেই। সাফল্যের সুখ আছে, ব্যর্থতার শিক্ষা আছে, তবে নেই কোনো আফসোস। মাহমুদউল্লাহ রিয়াদ সেটা জানালেন নিজের মুখেই। #mahmudullah #indvsban #bangladeshcricket