'আমাদের ব্যাটিং-বোলিংয়ে উন্নতি হয়েছে'
সব বিভাগেই উন্নতি করছে টাইগাররা বলে মনে করছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।

প্রকাশিত হয়েছে - 2023-09-11T22:05:15+06:00
আপডেট হয়েছে - 2023-09-11T22:06:54+06:00
এশিয়া কাপে বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং। ব্যাটিংয়ে এক ম্যাচ ছাড়া তিন শতাধিক রান করতে পারেনি বাংলাদেশ। আফগানিস্তান ম্যাচ ছাড়া ধারাবাহিক ব্যর্থ টপ অর্ডার। ব্যাটিং ব্যর্থতাই বেশিরভাগ ম্যাচে হারের বড় কারণ। তবে ব্যাটাররা পাশে পাচ্ছেন নির্বাচক আব্দুর রাজ্জাককে। [এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে]
আব্দুর রাজ্জাক
এশিয়া কাপে ধারাবাহিক ব্যর্থ ওপেনার নাঈম শেখ। 'মেকশিফট' ওপেনার হিসেবে ভালো করেছেন মিরাজ। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে দারুণ ফর্মে ছিলেন শান্ত। তাছাড়া এক ম্যাচ বাদে পারফর্ম করতে পারেননি তাওহীদ হৃদয়।
বোলিং আলাদাভাবে নজর কেড়েছেন শরিফুল ইসলাম। ভালো করেছেন তাসকিন, হাসান মাহমুদও। আফগানিস্তানের বিপক্ষে সব উইকেটই তুলে নিয়েছিলেন পেসাররা। আফগানিস্তানের বিপক্ষে চার উইকেট নেন তাসকিন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নেন হাসান মাহমুদ।
গণমাধ্যমকে আব্দুর রাজ্জাক বলেন, 'দুইটা ম্যাচে আমাদের ব্যাটিং ধ্বস হয়েছিল। আরেকটু ভালো করলে আমাদের রানটা অন্যরকম হতো। রান বেশি করলে খেলার পরিস্থিতি অন্যরকম হয়। তখন মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। বোলিং নিয়ে আমি খুশি। আমাদের আরো ভালো করা সম্ভব। শুধু বোলিং না, ব্যাটিংয়েও উন্নতি হয়েছে। গত দুই-তিন বছরে আমাদের ওয়ানডেতে বেশ ভালো সময় গেছে।'
বৃষ্টির কারণে শ্রীলঙ্কার উইকেটও মন্থর ছিল। স্বাভাবিক স্পোর্টিং উইকেট না পাওয়ায় প্রথম দিকে ব্যাটিং করা কঠিন ছিল বলে মত রাজ্জাকের। রাজ্জাক বলেন, 'উইকেট একটু স্লো ছিল। বৃষ্টির প্রভাবে মাঠ কিছুটা ভেজা থাকে। ভেজা বলতে স্বাভাবিক স্পোর্টিং না ব্যাটিং উইকেট না। প্রথম এক-দুই ঘন্টা ব্যাটিং করা কষ্টকর হয়।'
অবশ্য আয়ারল্যান্ড সিরিজ বাদ দিলে ভারতের বিপক্ষে সিরিজ থেকেই ব্যাটিংটা ভালো হচ্ছে না বাংলাদেশের। ভারতের বিপক্ষে দুইশর কম রান তাড়া করতে মিরাজের অবিশ্বাস্য ইনিংস, পরের ম্যাচেও মিরাজ-রিয়াদের বিপর্যয় সামাল দেওয়া ছাড়া কেউ ভালো করতে পারেননি। শেষ ম্যাচে তো দুইশও করতে পারেনি বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের সাথে ছিল দুইশ করতে না পারার ব্যর্থতা। সবশেষ আফগানিস্তান সিরিজেও ওয়ানডে সিরিজে টাইগারদের ভাগ্যে জুটেছে হার। যার প্রধান কারণ ব্যাটিং।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।