██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ইমন-দিপুর সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের '৩৮০', তিনে নেমে ব্যর্থ তামিম

রান পাহাড়ে উঠেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

ইমন-দিপুর সেঞ্চুরিতে প্রাইম ব্যাংকের '৩৮০', তিনে নেমে ব্যর্থ তামিম
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-03-14T13:30:45+06:00

আপডেট হয়েছে - 2024-03-14T13:30:45+06:00

Brothers Union vs Prime Bank Cricket Club

সমাপ্ত
List A9th MatchDhaka Premier Division Cricket League14-Mar-20243:30 AM

Bangladesh Krira Shikkha Protisthan No 4 Ground

Brothers Union
Brothers Union
215/9 (49)
Prime Bank Cricket Club
Prime Bank Cricket Club
380/4 (49)

Prime Bank won by 165 runs

ম্যান অব দ্য ম্যাচMohammad Parvez Hossain (Bangladesh)

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩৮০ রানের বিশাল সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেঞ্চুরি হাঁকিয়েছেন পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দিপু। ক্যামিও ইনিংস খেলেছেন শেখ মেহেদী হাসান।

দিপু ও ইমন

বিকেএসপির মাঠে টস জিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ইউনিয়ন। প্রাইম ব্যাংকের পক্ষে ইনিংস উদ্বোধন করতে নামেন শাহাদাত হোসেন দিপু ও পারভেজ হোসেন ইমন। সবাইকে অবাক করে দিয়ে তামিম ইকবাল নামেন তিনে। দুই তরুণ ক্রিকেটার দিপু ও ইমন প্রাইম ব্যাংককে উড়ন্ত সূচনা এনে দেন।

৫৬ বলে অর্ধশতক পূরণ করেন দিপু। তারপর ৫৮ বলে অর্ধশতকের দেখা পান ইমন। ১৮ ওভারেই তাদের জুটি শতরান পূরণ করে। তারপর দুইজনেই ছুটতে থাকেন সেঞ্চুরির পথে এবং পেয়েও যান কাঙ্ক্ষিত তিন অঙ্কের দেখা।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


দিপু সেঞ্চুরি হাঁকান ৯৫ বলে। সেঞ্চুরি করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। আউট হন ১১৯ রান করে। ১১১ বলে ১১৯ রান করেন দিপু। তার ১০৭.২১ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও চারটি ছক্কায়। দিপু আউট হওয়ার মাধ্যমে ভেঙে যায় এই জুটি।

২৪৬ রানের উদ্বোধনী জুটি গড়ে আবু জায়েদ রাহীর বলে আউট হন দিপু। তারপর ইমনও তুলে নেন সেঞ্চুরি। ১০৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন ইমন। এরমাঝে তামিম তিনে নেমে দ্রুতই বিদায় নেন। করেন ১৫ বলে ১৬ রান। সালাহউদ্দিন শাকিলের বলে রাহীর তালুবন্দী হন তামিম।

অপরদিকে, ইমন থামেন দেড় শতাধিক রান করে। ১২৯ বলে ১৫১ রানের ঝলমলে ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। তার দুর্দান্ত ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৮টি ছক্কায়। ইমনের ১১৭.০৯ স্ট্রাইকরেটের ইনিংসের সমাপ্তিও হয় রাহীর বলে। রাহীর বলে রাহীর হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন ইমন।

প্রাইম ব্যাংকের অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩ বলে ৭ রান করেই রাহীর বলে আউট হন। তবে ঝড়ো জুটি গড়েন জাকির হাসান ও শেখ মেহেদী। মেহেদী দেখান ক্যামিও। মাত্র ১৭ বলে হার না মানা ৪৫ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। হাঁকান চারটি চার ও তিনটি ছক্কা। স্ট্রাইকরেট প্রায় ২৬৫। অপরপ্রান্তে জাকির করেন ২০ বলে ১৭ রান।

নির্ধারিত ৫০ ওভারে প্রাইম ব্যাংক সংগ্রহ করেছে ৩৮০ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে রাহী নিয়েছেন তিনটি উইকেট।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.