
এশিয়া কাপের ফাইনালে চোখ তুষারের
প্রকাশিত হয়েছে - 2023-08-26T01:54:08+06:00
আপডেট হয়েছে - 2023-08-26T01:54:08+06:00
দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। চলতি মাসের শেষ দিকেই মাঠে গড়াচ্ছে হাইব্রিড মডেলের এশিয়া কাপ। আগামী ২৭ আগস্ট এশিয়া কাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে বেশ লম্বা সময় ধরেই প্রস্তুতি নিয়েছে টাইগাররা।
এশিয়া কাপের আগে পুরোদমে অনুশীলন করেছে টাইগাররা। ছবি : বিডিক্রিকটাইম
আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপকে ঘিরে বেশ বড় স্বপ্ন আছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। সাকিব আল হাসানের নেতৃত্বে এবার শিরোপা জিততে চায় বাংলাদেশ। অধিনায়ক হিসেবে শেষ মুহূর্তে সাকিবের অন্তর্ভূক্তির ফলে আশায় বুক বাঁধতে শুরু করেছেন সকলে। সাবেক ক্রিকেটার তুষার ইমরানও দল নিয়ে দল নিয়ে দারুণ আশাবাদী। এশিয়া কাপের ফাইনাল খেলার দিকে নজর দিচ্ছেন তিনি।
গতকাল (২৫ আগস্ট) গণমাধ্যমকে তুষার জানিয়েছেন, ‘(এশিয়া কাপ) অবশ্যই চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমার মনে হয় শেষ ১০-১২ বছর আমরা খুব ভালো ক্রিকেট খেলছি ওয়ানডেতে। একটা আশা তো আছেই এই ফরম্যাটে আমরা ভালো খেলছি। এশিয়া কাপে যদি ফাইনালে উঠতে পারি তাহলে আমার মনে হয় বড় অর্জন হতে পারে। অন্য দলও অনেক শক্তিশালী। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে তাদের হারাতে হলে।’
তুষার আরও জানিয়েছেন, ‘কন্ডিশন ম্যাটার করবে না। উপমহাদেশে খেলা, দুইটা দেশই (পাকিস্তান ও শ্রীলঙ্কা) উপযোগী আমাদের জন্য। যেই কন্ডিশনই হোক না কেন, আমাদের মানিয়ে নিয়ে খেলতে হবে। আমার কাছে মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। বাংলাদেশের দলটা যথেষ্ট ভালো। প্রত্যাশা থাকবে অবশ্যই ফাইনাল খেলা। ম্যাচ ধরে ধরে আসলে দেখতে হবে, জিততে হবে।’
এশিয়া কাপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গী হয়ে গ্রুপ ‘বি’ তে খেলবে বাংলাদেশ। ৩১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।