খেলোয়াড়ি জীবনে যেন ইংল্যান্ডের ‘দুশমন’ ছিলেন তিনি। অ্যাশেজের মত দ্বিপাক্ষিক লড়াই এলে অস্ট্রেলিয়ার হয়ে একাই মুখ চলত শেন ওয়ার্নের। অথচ সেই ক্রিকেট কিংবদন্তীই কিনা এবার ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন ক্যারিয়ারের জন্য! বলা বাহুল্য, খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর পর কোচিং ক্যারিয়ারেই মনোযোগ দিয়েছেন ওয়ার্ন। ই ...