██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ওয়ানডে দলে ফিরছেন মুমিনুল

ওয়ানডে দলে ফিরছেন মুমিনুল

প্রকাশিত হয়েছে - 2018-08-16T14:42:46+06:00

আপডেট হয়েছে - 2018-08-16T14:42:46+06:00

২০১২ সালের শেষদিকে সাকিব আল হাসানের ইনজুরির কারণেই দলে তার ডাক পাওয়া। যদিও মুমিনুল হকের ওয়ানডে ক্যারিয়ারটা সমৃদ্ধ হয়নি। এতে দায় আছে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের। মুমিনুল ওয়ানডে খেলতে পারেন না- এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করার পর কেবল টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান হয়েই দলে টিকে ছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। তবে সেই মুমিনুলের সামনে এসেছে আবারও ওয়ানডে দলে খেলার সুযোগ।
বাদ পড়ার একদিনের মাথায়ই দলে ডাক পেয়েছেন মুমিনুল।
সবকিছু মিলিয়ে মুমিনুলের ওয়ানডে দলে ডাক পাওয়াকে এখন কেবল সময়ের ব্যাপার হিসেবেই ধরে নেওয়া যায়। আঙুলের পুরনো ইনজুরির কারণে ভোগান্তি পোহাচ্ছেন টেস্ট ও টি-২০ অধিনায়ক এবং ওয়ানডের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের ইচ্ছে অনুযায়ী, এশিয়া কাপের সময়টায় হাতের অস্ত্রোপচার করাবেন তিনি। সেক্ষেত্রে সাকিবের বদলি হিসেবে মুমিনুল ছাড়া আর কেউ থাকছেন না নির্বাচকদের ভাবনায়। মুমিনুলের ফেরার জন্য সাকিবের অনুপস্থিতি প্রয়োজন- এমনটি ভেবে নেওয়ারও কোনো কারণও নেই। কারণ সাকিব এশিয়া কাপে থাকলেও ফর্মে না থাকা অন্য কোনো খেলোয়াড়ের জায়গায় ডাক পেতে পারেন মুমিনুল। এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সংবাদমাধ্যমকে নান্নু বলেন,
সাকিব যদি এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত নেয় তাহলে অবশ্যই মুমিনুলের জন্য সুযোগ আসবে
শুধু এশিয়া কাপের জন্যই নয়, মুমিনুলকে আগামী বিশ্বকাপের জন্যও বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। নান্নু বলেন,
আগামী বিশ্বকাপকে সামনে রেখে সে ইতোমধ্যে আমাদের পরিকল্পনায় আছে। তাই আমরা তাকে যেকোনো সময় দলে আনতে পারি, যদি কোনো কারণে এশিয়া কাপে নাও হয় তবে আগামী যেকোনো সিরিজে
মুমিনুলকে নেতৃত্বের দায়িত্ব দিয়ে
‘এ’ দলকে
ে পাঠিয়েছে বোর্ড। সেখানে মুমিনুলের পারফরম্যান্স প্রশংসনীয়। দলের সাথে সফরে রয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুজনও। মুমিনুল প্রসঙ্গে তার ‘রিভিউ’ দেখেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন প্রধান নির্বাচক,
আমাদের দেখতে হবে সুমন তাকে নিয়ে কেমন ভাবছে। এরপর আমরা মুমিনুলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব
।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.